TRENDING:

ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতেই এই বাজেট: নির্মলা সীতারমন

Last Updated:

শুক্রবার বাজেট ২০২০ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এবছরের বাজেটের দিকে তাকিয়ে ছিল গোটা দেশের মানুষ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শুক্রবার বাজেট ২০২০ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এবছরের বাজেটের দিকে তাকিয়ে ছিল গোটা দেশের মানুষ ৷ আর বাজেট ঘোষণা হওয়ার পর থেকেই গোটা দেশে জুড়ে নানা তর্ক-বিতর্ক ৷ অনেকের মতেই দেশের অর্থনীতি তলানিতে ৷ বাড়ছে বেকারত্বের হার ৷ এহেন পরিস্থিতিতে দুঃখ ভোলাতে নির্মলা সীতারমণের দাওয়াই আয়কর ছাঁটাই ৷ দেশে আর্থিক ঝিমুনির আবহে দারুণ সুখবর আয়করে বিপুল ছাড়ের ঘোষণা ৷ ব্যক্তিগত আয়কর দাতাদের বিপুল ছাড় ৷
advertisement

নেটওয়ার্ক১৮-এর এডিটর ইন চিফ রাহুল জোশীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ‘এ বাজেট একেবারেই উন্নয়নকে মাথায় রেখে ৷ যা ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করবে ৷ আমরা সেই ধরণেই পদক্ষেপকেই গুরুত্ব দিয়েছি বাজেটে, যা অর্থনীতিকে গতি এনে দেবে ৷’

একান্ত সাক্ষাৎকারে অর্থমন্ত্রী আরও বলেন, ‘এই বাজেট একেবারেই সাধারণ মানুষের কথা ভেবে ৷ বিনিয়োগ, ভোগব্যয় সব কিছুকেই মাথায় রেখে এই বাজেট ৷ আমরা চাই, মানুষের হাতে আরও টাকার জোগান হোক৷ এই বাজেট এমনভাবে তৈরি করা হয়েছে, যার মধ্যে দিয়ে এটাই নিশ্চিত হবে, যাতে ভোগব্যয় ও বিনিয়োগ একই ছন্দে বৃদ্ধি হতে পারে ৷ ’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শেয়ার মার্কেটের সম্পর্কে বলতে গিয়ে, অর্থমন্ত্রী নিমর্লা সীতারমন জানান, ‘বাজেট পেশের পড় যেভাবে শেয়ার মার্কেটের সূচক নেমেছে, তাতে দুশ্চিন্তার কোনও কারণ নেই ৷ এই সূচক সোমবার থেকেই ইতিবাচক রূপে ওপরে উঠবে ৷ ’ সঙ্গে নির্মলা সীতারমন জানান, ‘আমরা প্রত্যেক আয়কর দাতাকে সম্মান করি ৷ আর তাই তাঁদের আয়, বিনোয়গের কথা মাথায় রেখে এই বাজেট প্রস্তুত করা হয়েছে ৷ ’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতেই এই বাজেট: নির্মলা সীতারমন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল