নেটওয়ার্ক১৮-এর এডিটর ইন চিফ রাহুল জোশীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ‘এ বাজেট একেবারেই উন্নয়নকে মাথায় রেখে ৷ যা ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করবে ৷ আমরা সেই ধরণেই পদক্ষেপকেই গুরুত্ব দিয়েছি বাজেটে, যা অর্থনীতিকে গতি এনে দেবে ৷’
একান্ত সাক্ষাৎকারে অর্থমন্ত্রী আরও বলেন, ‘এই বাজেট একেবারেই সাধারণ মানুষের কথা ভেবে ৷ বিনিয়োগ, ভোগব্যয় সব কিছুকেই মাথায় রেখে এই বাজেট ৷ আমরা চাই, মানুষের হাতে আরও টাকার জোগান হোক৷ এই বাজেট এমনভাবে তৈরি করা হয়েছে, যার মধ্যে দিয়ে এটাই নিশ্চিত হবে, যাতে ভোগব্যয় ও বিনিয়োগ একই ছন্দে বৃদ্ধি হতে পারে ৷ ’
advertisement
শেয়ার মার্কেটের সম্পর্কে বলতে গিয়ে, অর্থমন্ত্রী নিমর্লা সীতারমন জানান, ‘বাজেট পেশের পড় যেভাবে শেয়ার মার্কেটের সূচক নেমেছে, তাতে দুশ্চিন্তার কোনও কারণ নেই ৷ এই সূচক সোমবার থেকেই ইতিবাচক রূপে ওপরে উঠবে ৷ ’ সঙ্গে নির্মলা সীতারমন জানান, ‘আমরা প্রত্যেক আয়কর দাতাকে সম্মান করি ৷ আর তাই তাঁদের আয়, বিনোয়গের কথা মাথায় রেখে এই বাজেট প্রস্তুত করা হয়েছে ৷ ’
