জোড়া গণপিটুনির ঘটনা আলিপুরদুয়ারেও। রবিবার রাতে বাদলনগরে এক ব্যক্তিকে ছেলেধরা সন্দেহে মারধর করে এলাকাবাসী। সোমবার সকালে আলিপুরদুয়ারের পূর্ব ভোলারডাবরিতেও শিশুকে নিয়ে ঘোরাফেরা করতে দেখে অন্য এক ব্যক্তিকে ব্যাপক মারধর করা হয়। দু’জনকে উদ্ধার করেছে পুলিশ।
গত দু্’মাসে পর পর গণপিটুনির ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারে। ২৬ জুন আলিপুরদুয়ারের পাটকাপাড়া চা বাগানে এক আয়ুর্বেদ চিকিৎসককে মারধর কর হয়৷ ৮ জুলাই কালচিনির দলসিং পাড়ায় ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি৷ ১৩ জুলাই মাঝেরডাবরি চাবাগানে ছেলেধরা সন্দেহে মারধর৷ ৩জনকে উদ্ধারে করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ৷
advertisement
গণপিটুনির ঘটনা বাড়ছে। সতর্ক প্রশাসন সচেতনতা বাড়াতে মাইকিং চালাচ্ছে। আয়োজন করা হচ্ছে বিভিন্ন সচেতনতা শিবিরের। তবু কাজের কাজ হচ্ছে না। বাড়ছে উদ্বেগ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 23, 2019 2:55 PM IST