যোগেশের দাবি, বুলন্দশহরের ঘটনায় তিনি জড়িত নেই ৷ ইচ্ছেকৃতভাবে ফাঁসানো হচ্ছে তাকে ৷ সোমবার পরপর দু’টি ঘটনা ঘটে ৷ প্রথমে গ্রামের পাশে জঙ্গলের কাছএ গো-মাংস উদ্ধার হয় ৷ তারপর বন্ধু বান্ধবদের নিয়ে ঘটনাস্থলে পৌছায় যোগেশ ৷ পরিস্থিতি শান্ত হলে স্থানীয় থানায় অভিযোগ জানাতে যায় সে ৷ থানায় থাকাকালীন অবস্থাতেই দ্বিতীয়বার ফের অশান্ত হয়ে ওঠে এলাকা ৷ তখনই পুলিশ অফিসার সুবোধ কুমার সিংয়ের মৃত্যু হয় ৷
advertisement
এই ঘটনায় বজরং দল বা ভিএইচপি-র মতো কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের নাম কেন জড়ানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন যোগেশ। ভিডিওটিতে যোগেশ বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলামই না । ওই ঘটনার সঙ্গেও কোনও ভাবে জড়িত নই । আমি নিশ্চিত, ঈশ্বর এর সঠিক বিচার করবেন ।’
গো-রক্ষকদের তাণ্ডবে রণক্ষেত্রে যোগীর রাজ্য ৷ হিংসার জেরে মৃত্যু হয়েছে পুলিশ অফিসার সুবোধ কুমার সিং ৷ বুলন্দশহরে হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার তিন। আটক আরও চার। হিংসায় ভিএইচপি এবং বজরং দলের যোগসাজস রয়েছে ৷ অভিযুক্তদের তালিকায় রয়েছেন ২জন ভিএইচপি এবং ১জন বজরং নেতা ৷ তদন্তের পর পুলিশের হাতে উঠে এসেছে এমনই তথ্য ৷