TRENDING:

দরকার পড়লে উত্তরপ্রদেশেও চালু হবে NRC, জানালেন যোগী

Last Updated:

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি জানিয়েছেন দরকার পড়লে উত্তরপ্রদেশেও চালু করা হতে পারে এনআরসি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি জানিয়েছেন দরকার পড়লে উত্তরপ্রদেশেও চালু করা হতে পারে এনআরসি ৷ এর পাশাপাশি অসমে এনআরসি লাগু করার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ও সাহসী সিদ্ধান্ত বলা হয়েছে ৷
advertisement

NRC নিয়ে আদিত্যনাথ জানান, ‘আদালতের নির্দেশকে লাগু করা একটি সাহসী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ৷ আমি মনে করি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে এর জন্য শুভেচ্ছা জানানো উচিৎ ৷ সমস্ত নিয়ম মেনেই এনআরসি লাগু করা হয়েছে এবং দরকারে উত্তরপ্রদেশে তা চালু করা হতে পারে ৷’

তিনি আরও বলেন,‘অসমে যে ভাবে এনআরসি লাগু করা হয়েছে থেকে আমাদের শেখা দরকার ৷ ওখান থেকে অভিজ্ঞতা নিয়ে একই পদক্ষেপ নেওয়া উচিৎ ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

এর পাশাপাশি অযোধ্যা মামলা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি আরও বলেন, ‘প্রত্যেক ব্যক্তির আদালতের উপর বিশ্বাস রয়েছে ৷ আদালতের যা সিদ্ধান্ত হবে তা মানতে হবে ৷ আমি আদালতের নির্দেশের সম্মান করব ৷ এই নিয়ে চিন্তা করার কোনও দরকার নেই ৷’

বাংলা খবর/ খবর/দেশ/
দরকার পড়লে উত্তরপ্রদেশেও চালু হবে NRC, জানালেন যোগী