তবে একই সঙ্গে CISCE বোর্ড জানিয়েছে, ভারতীয় নিবার্চন কমিশন নির্বাচনের দিন ঘোষণার পর যেসব রাজ্যে বিধানসভা ভোট রয়েছে সেখানে বদলানো হতে পারে পরীক্ষা সূচি ৷
চলতি বছর থেকে কমছে পাস নম্বর।এবছর থেকে আইসিএসই-তে পাস নম্বর ৩৫ শতাংশের বদলে হচ্ছে ৩৩ শতাংশ। আইএসসি-র ক্ষেত্রে পাস নম্বর ৪০ শতাংশ থেকে কমে হচ্ছে ৩৫ শতাংশ।
advertisement
এক নজরে দেখে নিন বিস্তারিত পরীক্ষা সূচি,
আইসিএসই-এর পরীক্ষা সূচি
২৬ ফেব্রুয়ারি: ইংরেজি প্রথম পত্র
২৭ ফেব্রুয়ারি: অঙ্ক
২৮ ফেব্রুয়ারি: কমার্সিয়াল স্টাডিজ (গ্রুপ-২ ইলেকটিভ)
৫ মার্চ: ইংরেজি দ্বিতীয় পত্র
৭ মার্চ: ইতিহাস ও সিভিকস-এইচসিজি প্রথম পত্র
৯ মার্চ: দ্বিতীয় ভাষা, মডার্ন ফরেন ল্যাঙ্গুয়েজ
১০ মার্চ: আর্ট প্রথম পত্র
১২ মার্চ: ভূগোল, এইচসিজি দ্বিতীয় পত্র
১৪ মার্চ: হিন্দি
১৬ মার্চ: পদার্থবিদ্যা- বিজ্ঞান প্রথম পত্র
১৭ মার্চ: আর্ট দ্বিতীয় পত্র
১৯ মার্চ: রসায়ন- বিজ্ঞান দ্বিতীয় পত্র
২১ মার্চ: অর্থনীতি (গ্রুপ-২ ইলেকটিভ)
২৩ মার্চ: গ্রুপ-৩ ইলেকটিভের বিভিন্ন বিষয়
২৪ মার্চ: আর্ট তৃতীয় পত্র
২৬ মার্চ: জীববিদ্যা- বিজ্ঞান তৃতীয় পত্র
২৭ মার্চ: আর্ট চতুর্থ পত্র
২৮ মার্চ: পরিবেশ বিজ্ঞান, গ্রুপ-২ (ইলেকটিভ)।
আইএসসি-এর পরীক্ষা সূচি
৭ ফেব্রুয়ারি: পদার্থবিদ্যা দ্বিতীয় পত্র (প্র্যাক্টিক্যাল)
৮ ফেব্রুয়ারি: কম্পিউটার সায়েন্স দ্বিতীয় পত্র (প্র্যাক্টিক্যাল)
৯ ফেব্রুয়ারি: রসায়ন দ্বিতীয় পত্র (প্র্যাক্টিক্যাল)
১০ ফেব্রুয়ারি: হোম সায়েন্স দ্বিতীয় পত্র (প্র্যাক্টিক্যাল)
১২ ফেব্রুয়ারি: শারীরশিক্ষা প্রথম পত্র (থিয়োরি)
১৩ ফেব্রুয়ারি: জীবনবিজ্ঞান দ্বিতীয় পত্র (প্র্যাক্টিক্যাল)
১৫ ফেব্রুয়ারি: অ্যাকাউন্টস প্রথম পত্র (থিয়োরি)
১৭ ফেব্রুয়ারি: হোম সায়েন্স দ্বিতীয় পত্র (প্র্যাক্টিক্যাল)
২০ ফেব্রুয়ারি: পদার্থবিদ্যা প্রথম পত্র (থিয়োরি)
২১ ফেব্রুয়ারি: সমাজতত্ত্ব
২২ ফেব্রুয়ারি: বায়োটেকনোলজি দ্বিতীয় পত্র (প্র্যাক্টিক্যাল)
২৩ ফেব্রুয়ারি: কম্পিউটার সায়েন্স প্রথম পত্র (থিয়োরি)
২৪ ফেব্রুয়ারি: ইন্ডিয়ান মিউজিক, পাশ্চাত্য সঙ্গীত, হোম সায়েন্স প্রথম পত্র (থিয়োরি)
২৬ ফেব্রুয়ারি: অঙ্ক
২৭ ফেব্রুয়ারি: আর্ট দ্বিতীয় পত্র
২৮ ফেব্রুয়ারি: ইংরেজি দ্বিতীয় পত্র
৫ মার্চ: রসায়ন প্রথম পত্র (থিয়োরি)
৬ মার্চ: রাষ্ট্রবিজ্ঞান
৭ মার্চ: ইংরেজি প্রথম পত্র
৮ মার্চ: ফ্যাশন ডিজাইনিং প্রথম পত্র (থিয়োরি)
৯ মার্চ: ভূগোল প্রথম পত্র(থিয়োরি)
১০ মার্চ: আর্ট প্রথম পত্র
১২ মার্চ: কমার্স
১৩ মার্চ: আর্ট চতুর্থ পত্র
১৪ মার্চ: বায়োটেকনোলজি প্রথম পত্র (থিয়োরি)
১৫ মার্চ: পরিবেশ বিজ্ঞান প্রথম পত্র (থিয়োরি)
১৬ মার্চ: ইন্ডিয়ান, মডার্ন, ক্ল্যাসিক্যাল ল্যাঙ্গুয়েজ
১৭ মার্চ: আর্ট তৃতীয় পত্র
১৯ মার্চ: অর্থনীতি
২০ মার্চ: আর্ট পঞ্চম পত্র
২১ মার্চ: জীবনবিজ্ঞান প্রথম পত্র (থিয়োরি)
২৬ মার্চ: ইতিহাস
২৮ মার্চ: বিজনেস স্টাডিজ
২ এপ্রিল: সাইকোলজি
এছাড়াও আর কোনও তথ্যের জন্য CISCE-এর সরকারি ওয়েবসাইটে দেখুন ৷