সূত্রের খবর, এই বিমানে রয়েছেন আফগানিস্তানে ভারতীয় রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডন-সহ কাবুল, মাজার-এ-শরীফ, কান্দাহার, জালালাবাদ শহরে কর্মরত ভারতীয় দূতাবাসের আধিকারিক ও কর্মীরা। এছাড়াও রয়েছেন আইটিবিপি-র ১০০ জন জওয়ান। বিদেশ মন্ত্রকের ডেপুটেশনে আফগানিস্তানে বিভিন্ন শহরে ভারতীয় মিশনগুলির নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাঁরা। সোমবার কাবুল থেকে ভারতে ফেরা বিমানে আইটিবিপি-র ৫০ জন জওয়ান ছিলেন।
advertisement
প্রসঙ্গত যেসব ভারতীয়রা এখনো দেশে ফিরতে পারেননি তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে বিদেশমন্ত্রক জানানো হয়েছে যে সকল শিখ ও হিন্দু আফগানিস্তান ছেড়ে ভারতে আসতে চান তাদেরকে পুরোপুরি ভাবে সাহায্য করা হবে। সূত্রের খবর, ইতিমধ্যে কাবুলে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে।
ইতিমধ্যে আফগানদের জন্য আপৎকালীন ই ভিসাও চালু করে দিয়েছে নয়াদিল্লি। সেই সঙ্গেই তৈরি হয়েছে বিশেষ আফগানিস্তান সেল। যাঁরা জরুরি পরিস্থিতিতে ভিসা পেতে চান, তাঁরা এই ইমারজেন্সি ভিসার জন্য আবেদন করতে পারেন, এমনটাই জানিয়েছে বিদেশমন্ত্রক।