আরও পড়ুন: Atal Bihari Vajpayee : বাজপেয়ীর উদ্যোগেই চালু হয়েছিল দিল্লি-লাহোর বাস পরিষেবা
বাজপেয়ীর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন এল কে আডবাণী ৷ ৬৫ বছরের পুরনো বন্ধুকে হারিয়ে আমি শোকস্তব্ধ বলে জানালেন আডবাণী ৷ সিনিয়র সহ কর্মী হওয়া সত্ত্বেও গত ৬৫ বছর ধরে তিনি আমার সব থেকে কাছের বন্ধু ছিলেন ৷ দুঃখপ্রকাশ করার জন্য আমার কাছে কোনও শব্দ নেই ৷
advertisement
আরও পড়ুন: বাজপেয়ী না থাকলে প্রধানমন্ত্রীই হতে পারতেন না নরেন্দ্র মোদি ! কেন পড়ুন
RSS থেকে বিজেপি ওনার সঙ্গে কাটানো প্রত্যেক মুহূর্ত আমার কাছে স্মরণীয় ৷ জনসংঘ থেকে বিজেপি। জনতা সরকারের বিদেশমন্ত্রী থেকে ১৩ দিনের প্রধানমন্ত্রী। প্রথম অ-কংগ্রেসী প্রধানমন্ত্রী হিসাবে মেয়াদ পূর্ণ করার ঐতিহাসিক কৃতিত্ব। জোট সরকারের রূপকার থেকে রাজনীতির চাণক্য - নামের পাশে অনেক উপাধি। ছ’বছর ওনার ডেপুটি হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলাম আমি ৷
আমার সিনিয়ার হিসেবে প্রতিপদে উনি আমাকে সাহায্য ও উৎসাহিত করেছেন ৷ হিন্দিতে তুখোড় বক্তৃতা, নিমেষে মানুষকে আকর্ষণ করার ক্ষমতা, ভোটারদের মন বোঝার ক্ষমতা, রাজনীতির পট-পরিবর্তন দ্রুত বুঝে ফেলা - নেহেরুর পর তিনিই ভারতীয় রাজনীতির সবচেয়ে প্রভাবশালী চরিত্র।
আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, এক যুগের অবসান বললেন মোদি
তাঁর নেতৃত্বেই প্রথমবার মেয়াদ পূর্ণ করেছে দেশের কোনও অকংগ্রেসি জোট সরকার। গত ৫ বছর ধরেই কথা বলার ক্ষমতা হারিয়েছিলেন। ভারতরত্ন নেওয়ার সময়ও কোনও প্রতিক্রিয়া দিতে পারেননি। তবে ভারতের রাজনীতিতে তিনি একই রকম প্রাসঙ্গিক। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কথায়, দ্য গ্রেটেস্ট পার্লামেন্টারিয়ান ইন্ডিয়া হ্যাভ এভার মেড।