পাঁচ বছরের চৌকিদারির ফল দিয়েছে জনতা। ফকিরের ঝুলি ভরে দিয়েছে জনতা। বিজেপির সদর দফতর থেকে গর্জে ওঠা মোদি মোদি রবের মধ্যেই বিজেপির এই ঐতিহাসিক জয়কে জনতার প্রতি উৎসর্গ করলেন দেশের ভাবী প্রধানমন্ত্রী। বললেন, আগামী পাঁচ বছরে দেশকে উন্নতীর শীর্ষে পৌছে নিয়ে যাওয়া এবং দারিদ্র্য দূর করাই তাঁর লক্ষ্য।
advertisement
তবে দেশবাসীকে তিনটি প্রতিশ্রুতি দিলেন মোদি। এক, নিজের জন্য কখনও কিছু করবেন না। দুই, কাজ করতে গিয়ে ভুল হতেই পারে, তবে পরিকল্পিত ভাবে কখনওই কোনও ভুল করবেন না। তিন, তাঁর সর্বক্ষণের সময় জুড়ে থাকবেন দেশের মানুষ।
তবে ফকিরকে দেশের জনতা ৩০০ পার করিয়ে দিয়েছে সেই ফকির কিন্তু নতুন কোনও দিশা দেখাতে পারলেন না। ২০১৪ সালে যে গরিবি হঠাও অভিযান তিনি শুরু করেছিলেন, পাঁচ বছর পরে আগামী পাঁচ বছর ধরে সেই গরিবি দূর করার প্রতিশ্রুতিরই পুণরাবৃত্তি করলেন মোদি। আবারও সেই নতুন ভারত গড়ার ডাক দিলেন তিনি।
কংগ্রেসের নাম উচ্চারণ না করলেও সাম্প্রদায়িকতা নিয়ে সরব হলেন মোদি। স্বাধীনতার পর থেকে সাম্প্রদায়িকতার মুখোস পড়ে একাধিক ভোট জয় করেছে যে রাজনৈতিক দলগুলি। আজ সেই সব রাজনৈতিক দলের মুখোশ খুলে পড়েছে বলে দাবি করেছেন মোদি।