TRENDING:

Marriage: ঘন ঘন বাপের বাড়ি চলে যেত স্ত্রী, সন্দেহ হল স্বামীর! তার পর যা ঘটল, হার মানবে সিনেমা

Last Updated:

২০২৩ সালে ওই দম্পতির বিয়ে হয়৷ বিয়ের পর থেকেই ঘন ঘন নিজের বাপের বাড়িতে চলে যেতেন ওই তরুণী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফারুখাবাদ: ঘন ঘন বাপের বাড়ি চলে যেতেন স্ত্রী৷ তা দেখেই সন্দেহ হয়েছিল স্বামীর৷ শেষ পর্যন্ত বাড়ি ফিরে আসার জন্য স্বামী চাপ দিতেই আসল কথাটা স্বীকার করে নিলেন বধূ৷ স্বামী সহ বাপের বাড়ির সদস্যদের সামনেই বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে নিলেন তরুণী৷
প্রতীকী ছবি৷ পিটিআই
প্রতীকী ছবি৷ পিটিআই
advertisement

এমনই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের ফারুখাবাদে৷ দ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ভাওয়াঁর সিং নামে এক যুবকের সঙ্গে এমনই কাণ্ড ঘটেছে৷ তাঁর স্ত্রী বৈষ্ণবী ওই যুবকের মুখের উপরেই জানিয়ে দেন, নিজের বাপের বাড়ির গ্রামের বাসিন্দা মনোজ বলে এক যুবককে ভালবাসেন তিনি৷ প্রথম বিয়েতে তিনি খুশি নন বলেও বাপের বাড়ির লোকজনকে জানিয়ে দেন বৈষ্ণবী৷

advertisement

আরও পড়ুন: সৌরভ না সাহিল, মুসকানের দ্বিতীয় সন্তানের বাবা কে? মুখ খুলল সৌরভের পরিবার, বিরাট দাবি

জানা গিয়েছে, ২০২৩ সালে ওই দম্পতির বিয়ে হয়৷ বিয়ের পর থেকেই ঘন ঘন নিজের বাপের বাড়িতে চলে যেতেন ওই তরুণী৷ তরুণীর স্বামী শেষ পর্যন্ত স্ত্রীর এই আচরণে বিরক্ত হয়েই তাঁকে ফোন করে বাড়ি ফিরে আসতে বলেন৷

advertisement

যদিও বাড়ি ফিরতে রাজি হননি বৈষ্ণবী৷ এ কথা শুনে শ্বশুরবাড়িতে পৌঁছে স্ত্রীর সঙ্গে মুখোমুখি হয়ে কথা বলেন ওই যুবক৷ তখনই তাঁর স্ত্রী জানান, গ্রামেরই বাসিন্দা মনোজ বলে এক যুবককে ভালবাসেন তিনি এবং তাঁকেই বিয়ে করতে চান৷

স্ত্রীর এই পরকীয়া সম্পর্কের কথা জেনেই আর দু বার ভাবেননি ভাওয়াঁর সিং নামে ওই যুবক৷ স্ত্রীকে তাঁর প্রেমিককে বিয়ে করে নিতে বলেন তিনি৷ গত ৮ এপ্রিল বৈষ্ণবী এবং মনোজের বিয়েও হয়৷ কিছুদিন আগে উত্তর প্রদেশের সন্ত কবীর নগর জেলাতেও এক যুবক দীঁড়িয়ে থেকে স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে দেন৷

advertisement

সন্ত কবীর নগর জেলার বাসিন্দা ওই যুবক জানিয়েছিলেন, যেভাবে মেরঠে স্ত্রী এবং তার প্রেমিক মিলে পেশায় মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে নৃশংস ভাবে হত্যা করেছে, তাতে স্ত্রীর পরকীয়া সম্পর্কের কথা জেনেও তিনি তা নিয়ে অশান্তি করার সাহস পাননি৷

বাংলা খবর/ খবর/দেশ/
Marriage: ঘন ঘন বাপের বাড়ি চলে যেত স্ত্রী, সন্দেহ হল স্বামীর! তার পর যা ঘটল, হার মানবে সিনেমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল