ঠিক এখান থেকেই বিহারের নির্বাচনের ফলাফলের সঙ্গে অনেকেই আমেরিকার ফলাফলের যোগসূত্র খুঁজে পাচ্ছেন ৷ যেমন, মার্কিন নির্বাচনের ফলাফলে জোর টক্কর ছিল ট্রাম্প ও বাইডেনের মধ্যে ৷ তেমনি বিহারের ক্ষেত্রে নীতিশ ও তেজস্বীর মধ্যে শেয়ানে শেয়ানে লড়াই ৷
মঙ্গলবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় বিহারের সঙ্গে আমেরিকাকে টেনে জোর চর্চা ৷ তবে শুধুই সোশ্যাল মিডিয়ায় নয়, বরং রাজনৈতিক ক্ষেত্রেও এই যোগসূত্রের কথা টেনে আনা হচ্ছে ৷
advertisement
শিবসেনা তাদের মুখপত্রের সম্পাদকের কলমে স্পষ্টই এই যোগসূত্রের কথা টেনে নিয়ে এসেছেন ৷ শিবসেনা তাদের মুখপত্রে লিখেছে, ‘ভারত যেখানে ট্রাম্পকে নমস্তে ট্রাম্প বলে সম্বোধন করল, সেখানে আমেরিকার মানুষ ট্রাম্পকে স্পষ্টই বিদায় জানিয়ে দিল ৷ বিহারে এটাই ঘটবে ৷ বিহারের মানুষ মোদি ও নীতিশের মতো কৌশলী মানুষকে বিদায় জানাবে৷’
অন্যদিকে, বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ ট্যুইট করে লিখলেন, ‘বিহারের বাইডেন ও হ্যারিস কে হবে?’ ৷ আবার ওমার আবদুল্লাও ট্যুইট করে বিহারের সঙ্গে আমেরিকার যোগসূত্রের কথা বলেছেন ৷