TRENDING:

ভারতে নিষিদ্ধ হতে চলেছে জাকির নায়েকের NGO

Last Updated:

বির্তকিত ধর্ম প্রচারক জাকির নায়েকের এনজিও সংস্থাকে খুব তাড়াতাড়িই নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্র ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বির্তকিত ধর্ম প্রচারক জাকির নায়েকের এনজিও সংস্থাকে খুব তাড়াতাড়িই নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্র ৷ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থাকে সন্ত্রাসে প্ররোচনা দেওয়ার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ সেই মতো পদক্ষেপ নিতে খসড়া তৈরির কাজ সারছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷
advertisement

ধর্মগুরু জাকির নায়েকের বিরুদ্ধে কমবয়সী ছেলেদের নিষিদ্ধ সন্ত্রাসবাদী গোষ্ঠী আইএস-এ যোগদানে প্ররোচিত করার অভিযোগ দায়ের করেছে মহারাষ্ট্র এবং ওড়িশা পুলিশ ৷

স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে নথিভুক্ত হলেও, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ১০টিরও বেশি সংস্থার সঙ্গে রীতিমত ব্যবসা চালাত। বক্তৃতার ভিডিওতে সেকথা ফলাও করে ঘোষণাও করেছেন নায়েক। ধর্মপ্রচার, বক্তৃতার সূত্রেই ঘনঘন বিদেশ যেতেন জাকির। সৌদি আরব ও গালফে যাওয়ার জন্য ভিসাও পাইয়ে দিতেন এই স্বঘোষিত ধর্মগুরু।

advertisement

মুম্বইয়ের ডোংরি এলাকায় জাকিরের বাবার ক্লিনিক ৷ অশোক দুধে, ডিএসপি, (মুম্বই) জানান, তদন্তে উঠে এসেছে ওই ক্লিনিকে মিলত পাসপোর্টের মেডিক্যাল শংসাপত্র ৷ সৌদি আরব ও গালফে যাওয়ার জন্য ভিসা পেতে প্রভাব খাটাতেন জাকির নায়েক৷ বেশ কয়েকজনকে বাড়ি কিনতে সাহায্য করে তিনি ৷

ভারতে এসে জেরার মুখে পড়বেন তাই ভারতে ফেরা বাতিল করে আফ্রিকায় গিয়েছেন ইসলাম ধর্মপ্রচারক জাকির নায়েক ৷ সৌদি আরব থেকে ভারতে আসার কথা ছিল চলতি বছরের ১১ জুলাই ৷

advertisement

ঢাকার গুলশনে হামলাকারী জঙ্গিরা এই মুসলিম ধর্মগুরুর বক্তৃতা শুনেই অনুপ্রাণিত হয়েছিলেন, তা তথ্য সামনে আসার পরই এই ধর্মপ্রচারক নেতাকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক ৷ পুলিশ সূত্রের খবর, দেশে ফিরলে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকার যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হত ৷ পুলিশি জিজ্ঞাসবাদ এড়াতেই ভারতে আসা বাতিল করেছেন বলে অনুমান পুলিশের ৷

advertisement

পিস টিভি নামে একটি চ্যানেলে ইসলাম ধর্ম নিখাদ ইংরেজিতে প্রচার করেন ড. জাকির নায়েক । অভিযোগ, এহেন ধর্ম প্রচারের আড়ালে, নিজের ভাষণে সন্ত্রাসবাদকে উস্কানি দেন জাকির। এই অভিযোগে সমগ্র ইউরোপ, কানাডা এবং বাংলাদেশে এই পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে ৷

ঢাকায় হামলাকারীদের অন্যতম রোহন ইমতিয়াজ নিজের ফেসবুকে প্রোফাইলে লিখেছিল, পিস টিভিতে জাকির নায়েকের ভাষণ দেখেই তিনি অনুপ্রাণিত হয়েছেন। অভিযোগ, সেই ভাষণে সব মুসলিমকেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা উচিত বলে মন্তব্য করেছিলেন জাকির।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

উল্লেখ্য, এই বক্তৃতা শুনেই অনুপ্রাণিত হয়ে রোহন ইমতিয়াজ ১ জুলাই রাতে হোলি আর্টিজানে ২০ জন্য পণবন্দীকে নৃশংসভাবে গলা কেটে কুপিয়ে কুপিয়ে খুন করেন ৷

বাংলা খবর/ খবর/দেশ/
ভারতে নিষিদ্ধ হতে চলেছে জাকির নায়েকের NGO
Open in App
হোম
খবর
ফটো
লোকাল