ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন-এর রিপোর্ট বলছে, বালাকোটে যে জায়গায় বায়ুসেনা এয়ারস্ট্রাইক করে, সেখানে ৩০০ মোবাইল ফোন অ্যাক্টিভ ছিল৷ অসমে নির্বাচনী সভায় রাজনাথ বলেন, 'NTRO-র কাছে একটি বিশ্বাসযোগ্য সিস্টেম আছে৷ তাতে বলা হচ্ছে, ওই এলাকায় তখন ৩০০ মোবাইল অ্যাক্টিভ ছিল৷ এখন গাছ তো মোবাইল ফোন ব্যবহার করবে না? এ বার বিরোধীরা কি NTRO-র কথাও বিশ্বাস করবে না?'
advertisement
বালাকোটে এয়ারস্ট্রাইকের পর ৩০০-র বেশি জঙ্গি মারা গিয়েছে৷ সরকারের এই দাবি ঘিরে প্রশ্ন তোলে বিরোধীরা৷ তাঁদের বক্তব্য, ৩০০ জঙ্গি মারা গিয়েছে, গুনল কে৷ প্রসঙ্গত, এদিনই প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, বালাকোটে জইশের জঙ্গি-ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার আক্রমণ কোনও সামরিক পদক্ষেপ ছিল না। বালাকোট এয়ারস্ট্রাইকে কোনও সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। পাশাপাশি তিনি জানিয়েছেন, বিদেশ সচিব বিজয় গোখলে এই হামলা সংক্রান্ত বিবৃতিতে কোনও নির্দিষ্ট সংখ্যার উল্লেখ করেননি । তিনি কেবলমাত্র সরকারের অবস্থান তুলে ধরেছেন।