এখনও পর্যন্ত ১০ লক্ষ কোটি টাকার রাস্তা বানানোর নির্দেশিকা দিয়েছে কেন্দ্র। সবচেয়ে নামকরা সংস্থাগুলিকেই সড়ক নির্মাণকাজের ভার দেওয়া হয়েছে ও সেই নিয়ে একদমই কোনও সংশয় নেই, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী । তবে রাস্তার মান যদি খারাপ হয় তাহলে কন্ট্রাকটরদের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দিতেও দ্বিধাবোধ করবেন না তিনি, এমনই হুঁশিয়ারি দিয়েছেন গড়করি । সড়কপথ একটি দেশের সম্পদ ও সড়ক পরিকাঠামোয় কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না । লেখক ও রাজনৈতিক তুহিন সিনহার 'ইন্ডিয়া ইন্সপায়ার' নামক বইয়ের প্রকাশ অনুষ্ঠানে গিয়ে এমনই হুঁশিয়ারি দিলেন পরিবহণ মন্ত্রী ।
advertisement
ডিসেম্বর থেকেই দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া নির্মীয়মান নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর সড়কপথ ছাড়াও জলপথে ভেনিস বিমানবন্দরের সঙ্গে সংযুক্ত হবে । জলপথে মাত্র ২০ মিনিটেই বিমানবন্দরে পৌঁছাতে পারবেন মানুষ, জানিয়েছেন গড়করি । পরিবেশের কোনও ক্ষতি না করেই কাজ যাতে সম্পূর্ণ হয় সেই বিষয়ের উপর নজরও রাখছেন তিনি তবে অহেতুক আবেদনের ফলে কাজে অযথা বিলম্ব হওয়া নিয়ে রীতিমত অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।