মহিলার অবস্থা দেখে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে ওঠেন। সবাই স্টেজের দিকে ছুটে যান। কেউ কিছু বুঝে ওঠার আগেই মহিলার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যে বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়।
আরও পড়ুন: একবার, দুইবার নয়, ছয়বার কেঁপে উঠল পায়ের তলার জমি! ভয়ঙ্কর ভূমিকম্পে প্রবল আতঙ্ক…
কে এই মহিলা? মাত্র দেড় মিনিট নাচ করার পর হঠাৎ স্টেজে পড়ে গিয়ে মহিলার মৃত্যু হয়। বিদিশার মগধাম রিসোর্টে বিয়ের সময় নাচতে নাচতে আচমকা এক মহিলা স্টেজে পড়ে যান এবং সেখান থেকেই আর ওঠেননি। যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই মহিলার নাম পরিণীতা জৈন। তিনি ইন্দোরের বাসিন্দা এবং তার কাজিন বোনের বিয়েতে অংশ নিতে বিদিশায় এসেছিলেন। অনুমান করা হচ্ছে, হার্ট অ্যাটাকের কারণেই তার মৃত্যু হয়েছে।
advertisement
গত কয়েকদিনে চলাফেরা করার সময় বা নাচতে নাচতে হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যুর একাধিক ঘটনা সামনে এসেছে। নাচতে নাচতে স্টেজে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনা এখন বিশেষভাবে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিদিশার মগধাম রিসোর্টে বিয়ের আনন্দ মুহূর্তের মধ্যে শোকে পরিণত হয়। অনুষ্ঠানে নাচতে নাচতে হঠাৎ এক মহিলা মাটিতে পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান। প্রথমে কেউ কিছু বুঝতে পারেননি, কিন্তু কিছুক্ষণ পর যখন তার শরীরে কোনো নড়াচড়া দেখা যায়নি, তখন সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।