আজ ৭ লোককল্যাণ মার্গে সম্ভাব্য মন্ত্রীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে ডাক পেয়েছিলেন শান্তনু ঠাকুর এবং নিশীথ প্রামাণিক। সেখান থেকেই পরিষ্কার হয়ে যায় নিশীথ শান্তনু কোনও বড় দায়িত্ব পেতে পারেন। গুরুদায়িত্বের ক্ষেত্রে অবশ্য প্রথম নামই রয়েছে সর্বানন্দ সোনোয়াল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়াদের। লকেট চট্টোপাধ্যায় কোনও দায়িত্ব পান কিনা তাই নিয়ে জল্পনা রয়েছে। সূত্রের খবর, সব মিলিয়ে ১৮ থেকে ২২ জন নতুন মন্ত্রী হতে পারেন। অন্তত ১০ থেকে ১২ জনের নাম বাদ যেতে পারে, সেই আভাস ইতিমধ্যে ফলতেও শুরু করেছে। এ দিকে দীর্ঘদিন দিল্লীতে বসে থাকলেও মন্ত্রিত্বের ডাক না পেয়ে ক্ষুব্ধ সৌমিত্র খাঁ ইতিমধ্যেই দলীয় গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিয়েছেন।
advertisement
বলা হচ্ছে মোদি সর্বকনিষ্ঠদের নিয়ে এবার নতুন মন্ত্রিসভা গড়ে তুলতে চলেছেন। নিপীড়িত বঞ্চিত আদিবাসী সমাজ থেকে প্রতিনিধি তুলে আনাই তাঁর এবারের লক্ষ্য। আর সেই কারণেই হয়তো জায়গা পাচ্ছেন নিশীথ প্রামাণিক শান্তনু ঠাকুররা।