TRENDING:

কেরালায় স্কুলের ফর্মে ‘রিলিজিয়ন’ এবং ‘কাস্ট’ অপশনে কিছু লিখল না দেড় লক্ষ পড়ু য়া

Last Updated:

জাত-পাত-ধর্মের বিভেদ আবার কি ? সব ধর্মই সমান ৷ জাত-পাতের বিভেদে মানুষের মধ্যে কোনও ভেদাভেদ হতে পারে না ৷ সেই বিষয়টিই চোখে আঙুল দিয়ে দেখাল কেরলের খুদে খুদে শিশুরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তিরুঅনন্তপুরম: জাত-পাত-ধর্মের বিভেদ আবার কি ? সব ধর্মই সমান ৷ জাত-পাতের বিভেদে মানুষের মধ্যে কোনও ভেদাভেদ হতে পারে না ৷ সেই বিষয়টিই চোখে আঙুল দিয়ে দেখাল কেরলের খুদে খুদে শিশুরা ৷
advertisement

চলতি বছরে শুরু হয়েছে স্কুলে ভর্তির প্রক্রিয়া ৷ সেই ভর্তির জন্য ফিল আপ করতে হয় একটি নির্দিষ্ট ফর্ম ৷ সেই ফর্মেই একটি অপশন থাকে ধর্ম এবং জাত ৷ আপনি হিন্দু না মুসলিম ? নাকি আপনি ব্রাহ্মণ ৷ সেই সমস্ত কিছুই ফিল আপ করতে হয় ফর্মে ৷ কিন্তু প্রায় ১ লক্ষ ২৪ হাজার ছাত্র ছাত্রী ফর্মে সেই জায়গাটি সম্পূর্ণ ফাঁকা রেখেছেন ৷ যা রীতিমতো রেকর্ড গড়েছে ৷ এভাবেই ধর্মনিরপেক্ষতার নজির গড়ল কেরালের ছাত্র ছাত্রীরা ৷

advertisement

বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী প্রফেসর সি রবীন্দ্রনাথ বিধানসভায় এই বিষয়টি নিয়ে আলোকপাত করেন ৷ তিনি বলেন, চলতি বছরে ৩.১৬ লক্ষ ছাত্র ছাত্রী স্কুলে ভর্তি হন ৷ কিন্তু তাদের মধ্যে ১ লক্ষ ২৪ হাজার ছাত্র ছাত্রীই ওই অপশনটি ফাঁকা রেখেছেন ৷ এদের মধ্যে ১ লক্ষ ২৩ হাজার ৬৩০জন রয়েছেন প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের মধ্যে ৷ ৯হাজারটি স্কুলের উপর সমীক্ষা চালিয়ে এই তথ্য উপরে উঠে এসেছে ৷

advertisement

এই প্রসঙ্গে এক ছাত্রীর অভিভাবক জানিয়েছেন, জাতি-ধর্মের বিষয়টি উল্লেখ করলেই বৈষম্য শুরু হয় ৷ কিন্তু কেন থাকবে দেশে এই বৈষম্য ? সব মানুষই সমান বলে মনে করেন তিনি ৷ তাই এতে ভেদাভেদ করা উচিত নয় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উল্লেখ্য, দেশকে ধর্মনিরপেক্ষতার পথে এগিয়ে নিয়ে যেতে এটি নিসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ৷

বাংলা খবর/ খবর/দেশ/
কেরালায় স্কুলের ফর্মে ‘রিলিজিয়ন’ এবং ‘কাস্ট’ অপশনে কিছু লিখল না দেড় লক্ষ পড়ু য়া