গাছ আমাদের অক্সিজেন দেয়৷ পরিবেশের সুরক্ষার জন্য গাছ বাঁচিয়ে রাখা অত্যন্ত আবশ্যক৷ এই প্রল্পের অধীনে হরিয়াণায় গাছ সংরক্ষণের জন্য ২৭৫০ টাকা করে বার্ষিক পেনশনের ব্যবস্থা রয়েছে।
আরও পড়ুন: ভারতের সবথেকে বড় তথ্য ফাঁস? হ্যাকারের কবলে প্রায় ৮১.৫ কোটি ভারতীয়র তথ্য
হরিয়ানা সরকার ২৬ অক্টোবর ২০২৩-থেকে এই পেনশন জারি করা হয়েছে৷ প্রথমে ঘোষণা করা হয় পেনশন বাবদ গাছের মালিককে ২৫০০ টাকা করে দেওয়া হবে৷ পরবর্তীকালে আরও ২৫০ টাকা বাড়ানো হয়৷ গাছের জীবনকাল বাবদ এই স্কিমের টাকা লাঘু থাকবে৷
advertisement
এই প্রকল্পের অধীনের নির্বাচিত গাছের ৯০ শতাংশই অশ্বত্থ গাছ৷ এর একটি বড় কারণ হল বট এবং অশ্বত্থ জাতীয় গাছ প্রচুর অক্সিজেন দেয়৷ তাই এই ধরনের গাছ সংরক্ষণ করা অত্যন্ত জরুরি৷
প্রসঙ্গত এই প্রকল্পের সুবিধা পেতে হলে, যে কোনও ব্যক্তি সংশ্লিষ্ট জেলার বন বিভাগের অফিসে আবেদন করতে পারেন। তবে শর্ত অনুযায়ী, আবেদনকারী ব্যক্তির জমিতে গাছের বয়স ৭৫ বছরের বেশি হতে হবে। এই টাকা গাছের রক্ষণাবেক্ষণে মালিককে ব্যয় করতে হবে।