TRENDING:

Haryana Serial Killer Arrested: নিজের থেকে দেখতে সুন্দর লাগলেই জলে ডুবিয়ে খুন, হরিয়ানার পুনমের শিকার তিন বালিকা! ছাড়েনি নিজের ছেলেকেও

Last Updated:

এতদিন ওই ঘটনাগুলিকে নিছক দুর্ঘটনা হিসেবে মনে হলেও পুলিশি জেরার মুখে চারটি শিশুকে নিজে হাতে হত্যার কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত মহিলা৷

advertisement
হরিয়ানার পানিপথে বিয়ে বাড়ির ভিতরেই ছ বছরের এক ভাইঝিকে জলে ডুবিয়ে হত্যা করল তাঁর পিসি৷ এই ঘটনার তদন্তে নেমে আরও হাড় হিম করা তথ্য হাতে পেল পুলিশ৷ জানা গেল, গত তিন বছরে নিজের শিশুপুত্র সহ আরও দুই বালিকাকেও একই ভাবে হত্যা করেছিল পুনম নামে ওই মহিলা৷
অভিযুক্ত পুনমকে (মাঝখানে) গ্রেফতার করেছে পুলিশ৷
অভিযুক্ত পুনমকে (মাঝখানে) গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement

এতদিন ওই ঘটনাগুলিকে নিছক দুর্ঘটনা হিসেবে মনে হলেও পুলিশি জেরার মুখে চারটি শিশুকে নিজে হাতে হত্যার কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত মহিলা৷ প্রাথমিক ভাবে পুলিশের দাবি, পুনম নামে ওই মহিলা মানসিক বিকারগ্রস্ত৷ তাঁর থেকে দেখতে সুন্দর লাগছিল বলেই ছ বছরের ভাইঝিকে পুনম খুন করেছে বলে দাবি পুলিশের৷

শুধু তাই নয়, পুলিশের দাবি এর আগে ২০২৩ সালে নিজের শিশুপুত্রকেও একই ভাবে খুন করেছিল ওই মহিলা৷ ননদের মেয়ে সহ আরও দুই শিশুকন্যাকে একই ভাবে জলে ডুবিয়ে খুন করেন পুনম৷ কিন্তু এতদিন তার এই হাড় হিম করা কীর্তি ধরাই পড়েনি৷

advertisement

হরিয়ানার পানিপথে বিয়ে বাড়িতে এসে গত সোমবার আচমকাই উধাও হয়ে গিয়েছিল বিধি নামে ছ বছর বয়সি এক বালিকা৷ নিজের বাবা- মা, দাদু-ঠাকুমা এবং দশ মাসের ভাইয়ের সঙ্গে পানিপথে এক আত্মীয়ের বিয়েতে এসেছিল বিধি নামে ৬ বছরের ওই বালিকা৷ দুপুরের পর আচমকাই উধাও হয়ে যায় সে৷ শুরু হয় ওই বালিকার খোঁজ৷ শেষ পর্যন্ত বাড়ির দোতলায় এক স্টোররুমে যান ওই বালিকার ঠাকুমা৷ সেই সময় স্টোররুমের দরজা বাইরে থেকে বন্ধ ছিল৷ দরজা খুলতেই বিধির ঠাকুমা দেখেন, একটি বালতির ভিতরে মাথা ডোবানো অবস্থায় পড়ে রয়েছে তাঁর নাতনি৷

advertisement

সঙ্গে সঙ্গেই ওই বালিকাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা ওই বালিকাকে মৃত বলে ঘোষণা করে৷ বালিকাকে ডুবিয়ে মারা হয়েছে বলে পুলিশে অভিযোগ করে ওই বালিকার পরিবার৷ তদন্তে নেমে বেশ বিয়েবাড়ি থেকেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ৷ জিজ্ঞাসাবাদের সময়ই ভাইঝিকে খুনের কথা স্বীকার করে পুনম৷

advertisement

পুলিশ জানিয়েছে, হিংসা এবং রাগ থেকে শিশুদের ডুবিয়ে মারার প্রবণতা রয়েছে পুনমের মধ্যে৷ কারণ তাঁর থেকে কাউকে বেশি সুন্দর দেখতে লাগলে পুনম সহ্য করতে পারত না৷ বিশেষত ছোট শিশু এবং মেয়েদের নিশানা করত সে৷ নিজের ভাইঝি সহ মোট তিনটি শিশুকন্যাকে একই ভাবে জলে ডুবিয়ে হত্যা করার কথা স্বীকার করেছে পুনম৷ এমন কি, নিজের ছেলেকেও হত্যা করার কথা স্বীকার করে নিয়েছে সে৷

advertisement

২০২৩ সালে নিজের ননদের মেয়েকেও জলে ডুবিয়ে খুন করে পুনম৷ নিজের উপরে সন্দেহ এড়াতে ওই বছরই নিজের শিশুপুত্রকেও জলে ডুবিয়ে খুন করে পুনম৷ চলতি বছরের অগস্ট মাসেও তার থেকে সুন্দর দেখতে মনে হওয়ায় একটি বালিকাকে খুন করে পুনম৷ সবশেষে গত সোমবার নিজের ভাইঝি বিধিকে জলে ডুবিয়ে মারে সে৷

সেরা ভিডিও

আরও দেখুন
সঠিক স্টেশনে দাঁড়ায়নি দূরপাল্লার ট্রেন! হাওড়ায় রেললাইন ধরে হাঁটা দিলেন কয়েকশো যাত্রী
আরও দেখুন

এতদিন এই সবকটি মৃত্যুকেই নিছক দুর্ঘটনা বলে ধরে নিয়েছিল সবাই৷ কিন্তু ৬ বিধির খুনের পর সামনে এল সিরিয়াল কিলার পুনমের হত্যালীলা৷

বাংলা খবর/ খবর/দেশ/
Haryana Serial Killer Arrested: নিজের থেকে দেখতে সুন্দর লাগলেই জলে ডুবিয়ে খুন, হরিয়ানার পুনমের শিকার তিন বালিকা! ছাড়েনি নিজের ছেলেকেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল