TRENDING:

২টি মামলায় স্বঘোষিত ধর্মগুরু রামপাল বেকসুর খালাস

Last Updated:

রাম রহিমের পর এবার পালা ছিল এক স্বঘোষিত ধর্মগুরু ৷ তিন বছর আগে খুনের অভিযোগ উঠে ধর্মগুরু রামপালের বিরুদ্ধে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রাম রহিমের পর এবার পালা ছিল এক স্বঘোষিত ধর্মগুরু ৷ তিন বছর আগে খুনের অভিযোগ উঠে ধর্মগুরু রামপালের বিরুদ্ধে ৷ ২০১৪-তে গ্রেফতার করা হয়েছিল ৬৭ বছরের সন্ত রামপালকে। তার গ্রেফতারিকে ঘিরেও পুলিশের সঙ্গে ঘণ্ডযুদ্ধ বাধে রামপালের ভক্তদের ৷ তাকে গ্রেফতার করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ছ’জনের ৷
advertisement

মঙ্গলবার স্বস্তি পেলেন ধর্মগুরু রামপাল ৷ ২টি মামলায় বেকসুর খালাস ঘোষণা করল আদালত ৷ তবে আপাতত জেলেই থাকতে হবে রামপালকে ৷ অন্য মামলাগুলি এখনও বিচারাধীন ৷ তাই জেলেই থাকতে হবে রামপালকে ৷

রামপালের বিরুদ্ধে মামলার শুনানির জন্য হিসার জেলে বিশেষ আদালত গড়ে তোলা হয়। এই আদালতই আজ রামপালের বিরুদ্ধে খুনের মামলায় রায় ঘোষণা করবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৪৩ বার সমন পাঠানো সত্ত্বেও আদালতে হাজির হয়নি তিনি ৷ এরপর তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কিন্তুগ্রেফতার করতে গিয়ে প্রায় ১৫ হাজার অনুগামীদের বাধার মুখে পড়তে হয় পুলিশকে ৷ আশ্রমে জল, খাবার ও কারেন্ট বন্ধ করে দেওয়া হয় ৷ পুলিশ আশ্রমের গেট পেরিয়ে ঢুকতে গেলে রামপালের ভক্তরা পাথর, অ্যাসিড ও পেট্রোল বোমা ছুঁড়তে শুরু করে।অবশেষে ১৮ নভেম্বর আশ্রম থেকে রামপলকে গ্রেফতার করা হয় ৷ অবশেষে রামপালকে গ্রেফতার করে পুলিশ ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
২টি মামলায় স্বঘোষিত ধর্মগুরু রামপাল বেকসুর খালাস