অতিথি তালিকায় বিখ্যাত ব্যক্তিদের দেখা গিয়েছে। প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি ও তাঁর গার্লফ্রেন্ড মডেল উজ্জ্বলা রাউত, মুকেশ আম্বানি, নীতা আম্বানি, সুনীল মিত্তল, এলএন মিত্তল, এসপি লোহিয়া ও গোপি হিন্দুজা বিয়ের রিসেপশনে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চাঁদের বুকে ‘ঘুমিয়ে’ পড়ল রোভার প্রজ্ঞান, চন্দ্রযান ৩ কি তবে শেষ? ইসরোর নয়া দাবিতে তোলপাড়
advertisement
একাধিক হাইপ্রোফাইল কেসে সওয়াল করা হরিশ সালভে ‘এক দেশ, এক ভোট’ কমিটিতেও আছেন। হরিশ সালভে ২০২০ সালে নিজের প্রথম বিয়ে ভেঙে দেন। তাঁর প্রথম স্ত্রীর নাম ছিল মীনাক্ষী। তাঁর সঙ্গে তিন দশক সংসার করেছিলেন সালভে। তাঁদের দুই কন্যা সন্তানও আছে। তাঁদের নাম সাক্ষী এবং সানিয়া।
আরও পড়ুন: দারুণ খবর! আয়ু বাড়ল চন্দ্রযান ৩-এর, প্রোপালশন মডিউলে বেঁচে গিয়েছে ১৫০ কেজি জ্বালানি
এরপর ২০২০ সালেই দ্বিতীয় বিয়ে করেন সালভে। তাঁর দ্বিতীয় স্ত্রীর নাম ছিল ক্যারোলিন ব্রোসার্ড। তবে ক্যারোলিনের সঙ্গে বেশিদিন সংসার টেকেনি হরিশ সালভের। আর এবার তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হরিশ সালভে বিগত কয়েক বছরে বহু হাই প্রোফাইল কেসে সওয়াল করেছেন। আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদব মামলা লড়ছেন তিনি। তার বদলে পারিশ্রমিক বাবদ মাত্র ১ টাকা নিয়েছিলেন তিনি। এদিকে সালভে টাটা, আম্বানিদের রিলায়েন্স, আইটিসি-র মতো সংস্থার হয়েও একাধিক মামলা লড়েন।