TRENDING:

Harish Salve: ভারতের অন্যতম দামি উকিল, তৃতীয়বার বিয়ে ৬৮-র হরিশ সালভের! লন্ডনের রিসেপশনে ললিত মোদিও

Last Updated:

Harish Salve: হরিশ সালভের রিসেপশনে অতিথি তালিকায় বিখ্যাত ব্যক্তিদের দেখা গিয়েছে। প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি ও তাঁর গার্লফ্রেন্ড মডেল উজ্জ্বলা রাউতও ছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: লন্ডনে তৃতীয়বারের জন্য বিয়ে করলেন প্রাক্তন সলিসিটর জেনারেল তথা নামকরা আইনজীবী হরিশ সালভে। তাঁর স্ত্রীর নাম তৃণা বলে জানা গিয়েছে। তাঁর বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
হরিশ সালভে ও তাঁর নতুন বউ তৃণা
হরিশ সালভে ও তাঁর নতুন বউ তৃণা
advertisement

অতিথি তালিকায় বিখ্যাত ব্যক্তিদের দেখা গিয়েছে। প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি ও তাঁর গার্লফ্রেন্ড মডেল উজ্জ্বলা রাউত, মুকেশ আম্বানি, নীতা আম্বানি, সুনীল মিত্তল, এলএন মিত্তল, এসপি লোহিয়া ও গোপি হিন্দুজা বিয়ের রিসেপশনে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চাঁদের বুকে ‘ঘুমিয়ে’ পড়ল রোভার প্রজ্ঞান, চন্দ্রযান ৩ কি তবে শেষ? ইসরোর নয়া দাবিতে তোলপাড়

advertisement

একাধিক হাইপ্রোফাইল কেসে সওয়াল করা হরিশ সালভে ‘এক দেশ, এক ভোট’ কমিটিতেও আছেন। হরিশ সালভে ২০২০ সালে নিজের প্রথম বিয়ে ভেঙে দেন। তাঁর প্রথম স্ত্রীর নাম ছিল মীনাক্ষী। তাঁর সঙ্গে তিন দশক সংসার করেছিলেন সালভে। তাঁদের দুই কন্যা সন্তানও আছে। তাঁদের নাম সাক্ষী এবং সানিয়া।

ললিত মোদি ও তাঁর গার্লফ্রেন্ড

advertisement

আরও পড়ুন: দারুণ খবর! আয়ু বাড়ল চন্দ্রযান ৩-এর, প্রোপালশন মডিউলে বেঁচে গিয়েছে ১৫০ কেজি জ্বালানি

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এরপর ২০২০ সালেই দ্বিতীয় বিয়ে করেন সালভে। তাঁর দ্বিতীয় স্ত্রীর নাম ছিল ক্যারোলিন ব্রোসার্ড। তবে ক্যারোলিনের সঙ্গে বেশিদিন সংসার টেকেনি হরিশ সালভের। আর এবার তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হরিশ সালভে বিগত কয়েক বছরে বহু হাই প্রোফাইল কেসে সওয়াল করেছেন। আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদব মামলা লড়ছেন তিনি। তার বদলে পারিশ্রমিক বাবদ মাত্র ১ টাকা নিয়েছিলেন তিনি। এদিকে সালভে টাটা, আম্বানিদের রিলায়েন্স, আইটিসি-র মতো সংস্থার হয়েও একাধিক মামলা লড়েন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Harish Salve: ভারতের অন্যতম দামি উকিল, তৃতীয়বার বিয়ে ৬৮-র হরিশ সালভের! লন্ডনের রিসেপশনে ললিত মোদিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল