গত ৭ অক্টোবর চণ্ডীগড়ে নিজের বাড়ির বেসমেন্টে আত্মঘাতী হয়েছিলেন ওয়াই পুরণ কুমার৷ তাঁর ছোট্ট মেয়ে প্রথম তার বাবার রক্তাক্ত দেহ দেখতে পায়৷ তার ঠিক এক সপ্তাহ পরে মঙ্গলবার রোহতকের ক্ষেতে নিজের সার্ভিস রিভলভারের গুলিতে আত্মঘাতী হয়েছেন সন্দীপ লাথার নামের এক পুলিশ কর্তা৷
মঙ্গলবার সকালে সন্দীপ লাথার নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে একটি সার্ভিস পিস্তল এবং একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। চার পৃষ্ঠার একটি সুইসাইড নোটও পাওয়া গেছে। মৃতদেহটি বর্তমানে তার গ্রাম লাধহোটে রাখা হয়েছে এবং এখনও ময়নাতদন্ত করা হয়নি।
advertisement
সন্দীপ, ওয়াই পুরণ কুমারের বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগের তদন্ত করছিলেন৷ নিজের চারপাতার স্যুইসাইড নোটে সন্দীপ দাবি করেছেন, আত্মঘাতী আইপিএস অফিসার কুমার একজন ‘দুর্নীতিগ্রস্ত’ পুলিশকর্মী ছিলেন৷ সব ফাঁস হয়ে যাওয়ার ভয়েই তিনি আত্মহত্যা করেন৷ আত্মহত্যার আগে নিজের ঘনিষ্ঠ ও বন্ধুদের তিনি একটি ভিডিও পাঠিয়েছিলেন বলেও জানিয়েছেন সন্দীপ৷
লাথার দাবি করেছেন, রাও ইন্দ্রজিৎ নামের এক কুখ্যাত গ্যাংস্টারের সঙ্গে কুমারের ৫০ কোটি টাকার একটি ডিল হয়েছিল৷ একটি খুনের মামলা থেকে গ্যাংস্টারের নাম সরানোর জন্য ওয়াই পুরণ কুমার ওই টাকা নিয়েছিলেন৷ ইন্দ্রজিতের বিরুদ্ধে হরিয়ানায় বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে এবং বর্তমানে তিনি ভারতে আইনের হাত থেকে বাঁচতে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। সম্প্রতি হরিয়ানায় দুটি বড় ঘটনায় তার নাম সামনে এসেছে।
ইন্দ্রজিতের নেটওয়ার্ক হরিয়াণা, দিল্লি এবং পশ্চিম উত্তর প্রদেশ পর্যন্ত বিস্তৃত। আমেরিকায় থাকাকালীন একটি সঙ্গীত সংস্থার মাধ্যমে সে তার ব্যবসাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। বেশ কয়েকটি হাই-প্রোফাইল মামলায় উঠে এসেছে তার নাম। রোহতক ২০১৪ সালে মনজিৎ হত্যাকাণ্ডে তার নাম উঠে আসে। ইউটিউবার এলভিশ যাদবের বাড়িতে গুলি চালানোর ঘটনাতেও রাও ইন্দ্রজিতের নাম জড়িত ছিল। গায়ক ফাজিলপুরিয়ার উপর হামলার ঘটনায়ও তার যোগসূত্র উঠে আসে। হরিয়াণায় তার বিরুদ্ধে খুন, তোলাবাজি সহ বেশ কয়েকটি ফৌজদারি অভিযোগ রয়েছে।
তদন্তকারী সংস্থাগুলি হিমাংশু ভাউ গ্যাংয়ের সাথে রাও ইন্দ্রজিতের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ পেয়েছে। এই দুটি গ্যাং হরিয়ানা এবং দিল্লি-এনসিআর-এ সুপারি হত্যা এবং তোলাবাজির একটি নেটওয়ার্ক পরিচালনা করে বলে জানা গেছে।
অন্যদিকে, এতদিন ধরে ময়নাতদন্ত ছাড়াই মর্মে পড়ে রয়েছে ওয়াই পুরণ কুমারের দেহ৷ অবশেষে তাঁর দেহের ময়নাতদন্ত করার অনুমতি দিয়েছে তার পরিবার৷ আজ, বিকেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))