TRENDING:

ট্র্যাক্টরের সিটে নরম গদি! রাহুলের প্রতিবাদকে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর

Last Updated:

রবিবার পঞ্জাবের মোগায় নতুন কৃষি আইনের বিরোধিতায় তিন দিনের কর্মসূচির উদ্বোধন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ সেখানে ট্র্যাক্টরে বসে প্রতিবাদ মিছিলে অংশ নেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পঞ্জাবে গিয়ে নয়া কৃষি আইনের প্রতিবাদে অংশ নিয়েছিলেন রাহুল গান্ধি৷ ট্র্যাক্টরে বসেও প্রতিবাদ দেখান তিনি৷ আর সেই ছবি ঘিরেই রাহুলকে কটাক্ষে ভরিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী৷ ট্র্যাক্টরে বসা রাহুল গান্ধির ছবি দেখিয়ে তিনি দাবি করেছেন, রাহুলের জন্য ট্র্যাক্টরের সিটে নরম গদি লাগানো হয়েছিল৷ শুধু তাই নয়, রাহুল মখমলের কুর্তা পরেছেন এবং সঙ্গে ব্র্যান্ডেড জলের বোতলও রেখেছিলেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ আসলে রাহুলের কৃষক দরদী ভাবমূর্তি পুরোটাই যে লোক দেখানো, সেই অভিযোগই করেছেন হরদীপ পুরী৷
advertisement

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী ট্যুইটারে লিখেছেন, 'ট্র্যাক্টরে গদি লাগানো সোফায় বসে প্রতিবাদ হয় না৷' একই সঙ্গে তিনি বিজেপি-র তোলা অভিযোগের পুনরাবৃত্তি করে বলেছেন, কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে কংগ্রেস৷

হরদীপ পুরী লেখেন, 'কংগ্রেস যে প্রতিবাদ শুরু করেছে, তা আসলে পুরোপুরি রাজনৈতিক৷ নতুন কৃষি বিলের কারণে যাদের স্বার্থে আঘাত লেগেছে, এই প্রতিবাদও তারাই করছে৷' রাহুল গান্ধিকে কটাক্ষ করে তিনি লিখেছেন, 'ট্র্যাক্টরে গদি লাগানো সোফায় বসে প্রতিবাদ হয় না৷ আসলে এটা হল প্রতিবাদের নামে পর্যটন করে কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা৷ কিন্তু মুখোশের আড়ালে কী রয়েছে তা আমাদের শিক্ষিত এবং বুদ্ধিমান কৃষকরা ঠিক বুঝতে পারছেন৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রবিবার পঞ্জাবের মোগায় নতুন কৃষি আইনের বিরোধিতায় তিন দিনের কর্মসূচির উদ্বোধন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ সেখানে ট্র্যাক্টরে বসে প্রতিবাদ মিছিলে অংশ নেন তিনি৷ কৃষি বিলের প্রতিবাদ করে রাহুল গান্ধি বলেন, 'বিজেপি-র একমাত্র লক্ষ্যই হল ন্যূনতম সহায়ক মূল্য এবং খাদ্যশস্য কেনার প্রক্রিয়াকে ধ্বংস করে দেওয়া৷ গোটা দেশ জানে, পঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা ন্যূনতম সহায়ক মূল্য ছাড়া বাঁচতে পারবেন না৷ কংগ্রেস কখনও এই সরকারকে তা করতে দেবে না৷'

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ট্র্যাক্টরের সিটে নরম গদি! রাহুলের প্রতিবাদকে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল