কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী ট্যুইটারে লিখেছেন, 'ট্র্যাক্টরে গদি লাগানো সোফায় বসে প্রতিবাদ হয় না৷' একই সঙ্গে তিনি বিজেপি-র তোলা অভিযোগের পুনরাবৃত্তি করে বলেছেন, কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে কংগ্রেস৷
হরদীপ পুরী লেখেন, 'কংগ্রেস যে প্রতিবাদ শুরু করেছে, তা আসলে পুরোপুরি রাজনৈতিক৷ নতুন কৃষি বিলের কারণে যাদের স্বার্থে আঘাত লেগেছে, এই প্রতিবাদও তারাই করছে৷' রাহুল গান্ধিকে কটাক্ষ করে তিনি লিখেছেন, 'ট্র্যাক্টরে গদি লাগানো সোফায় বসে প্রতিবাদ হয় না৷ আসলে এটা হল প্রতিবাদের নামে পর্যটন করে কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা৷ কিন্তু মুখোশের আড়ালে কী রয়েছে তা আমাদের শিক্ষিত এবং বুদ্ধিমান কৃষকরা ঠিক বুঝতে পারছেন৷'
advertisement
রবিবার পঞ্জাবের মোগায় নতুন কৃষি আইনের বিরোধিতায় তিন দিনের কর্মসূচির উদ্বোধন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ সেখানে ট্র্যাক্টরে বসে প্রতিবাদ মিছিলে অংশ নেন তিনি৷ কৃষি বিলের প্রতিবাদ করে রাহুল গান্ধি বলেন, 'বিজেপি-র একমাত্র লক্ষ্যই হল ন্যূনতম সহায়ক মূল্য এবং খাদ্যশস্য কেনার প্রক্রিয়াকে ধ্বংস করে দেওয়া৷ গোটা দেশ জানে, পঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা ন্যূনতম সহায়ক মূল্য ছাড়া বাঁচতে পারবেন না৷ কংগ্রেস কখনও এই সরকারকে তা করতে দেবে না৷'