কেন্দ্রীয় সংস্কৃত মন্ত্রকের তরফে জানানো হয়েছে, "গোটা দেশ এক সুরে কথা বলেছে। গোটা দেশ এক সঙ্গে এই প্রচারকে সফলতা দিয়েছেন।" সত্যিই ৬ কোটির বেশি সেলফি জমা পড়বে, তা ভাবতে পারেননি কেউ। গোটা দেশের মানুষ সাড়া দিয়েছেন এই প্রচারে। প্রতিটি ঘরে জাতীয় পতাকার রঙে রঙিন হয়েছে এ দিন। স্বাধীনতার ৭৫ বছরে এ এক অন্য সফলতা! যা সত্যি হয়েছে মানুষের এগিয়ে আসার ফলেই।
advertisement
এ বছরের স্বাধীনতা উদযাপন সব বছরের থেকে কিছুটা আলাদা হয়েছে। জাতীয় পতাকার চাহিদাও ছিল তুঙ্গে। 'হর ঘর তেরঙ্গা'র উদ্যোগে জাতীয় পতাকার চাহিদা ছিল তুঙ্গে। প্রতিবছরের থেকে একটু বেশিই। মুম্বইয়ের 'দ্য ফ্ল্যাগ' সংস্থার অন্যতম কর্নধার দলবীর সিং নেগি জানিয়েছেন, 'জাতীয় পতাকার চাহিদা এই বছর অভূতপূর্ব হারে বেড়েছে। গত ১৬ বছরে এমন চাহিদা কখনও দেখিনি। হর ঘর তেরঙ্গা উদ্যোগের জন্যই চাহিদা বেড়েছে।' তবে শুধু মুম্বই নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজার এলাকাতেই এক ছবি। ভারতীয় ডাকবিভাগও অনলাইনে জাতীয় পতাকা জোগান দেওয়ার ব্যবস্থা রেখেছে। তাদের দাবি, এবার সেখানেও ভাল সাড়া পাওয়া গিয়েছে। সবটার নেপথ্যেই সরকারের 'হর ঘর তেরঙ্গা' উদ্যোগ!
কী ছিল এই 'হর ঘর তেরঙ্গা'?
কিছুদিন আগেই একটি সার্কুলার জারি করা হয়েছিল! কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি জানিয়েছিল, " সাধারণ মানুষের মনে দেশাত্মবোধ তৈরি করতেই এই অভিযান! জাতীয় পতাকা, স্বাধীনতা দিবস, ও দেশ সম্পর্কে মানুষের বোধকে আরও সচেতন করতেই হর ঘর তেরঙ্গা-র উদ্যোগ নেওয়া হয়। সাধারণ মানুষ থেকে সেলেব সকলেই সাড়া দেন এই ডাকে। অগাস্টের ১৩ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত সমস্ত ঘরে পতাকা তোলা হবে! উড়বে সেই পতাকা সব ঘরে ঘরে! তবে শুধু কথার কথা নয়, সত্যিই সফল হয় এই কর্মসূচি! ৬ কোটির বেশি সেলফি সেই কথাই জানান দেয়!