২০০৬ সাল। শুরু হয় মুম্বই বিমানবন্দরের ভোলবদলের কাজ। আধুনিকীকরণ, রক্ষণাবেক্ষণের কাজে এয়ারপোর্ট অথারিটির সঙ্গে যৌথ ভাবে কাজের বরাত পায় জিভিকে গ্রুপ। এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপে ৫০.৫ শতাংশ অংশিদারী ছিল জিভিকে গ্রুপের। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, এখানে স্বজন পোষণ হয়েছে। এবং এই আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্যেই মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের রাজস্ব আদায় ভয়াবহ ভাবে কমেছে।
advertisement
সিবিআই-এর অভিযোগের আঙুল আরও ৯টি সংস্থার বিরুদ্ধে, যাদের সঙ্গে নানা কাজে চুক্তিবদ্ধ ছিল রেড্ডিগ্রুপ। সিবিআই বলছে, এক্ষেত্রেও মূল উদ্দেশ্য ছিল অন্তত ৩১০ কোটি টাকা লোপাট করা।
এদিন এই মোট ৯টি সংস্থার বিরুদ্ধেই এফআইআর দায়ের করা হয়েছে সিবিআই-এর তরফে। তালিকায় রয়েছে একাধিক সরকারি অফিসারের নামও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 02, 2020 11:57 AM IST