TRENDING:

জানেন ক্যাটরিনা ও হানিপ্রীতের মধ্যে কী যোগ রয়েছে ?

Last Updated:

হানিপ্রীতের জিম প্রশিক্ষক জানিয়েছেন যে তার জীবনের আদর্শ ছিলেন ক্যাটরিনা কাইফ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রোহতক: রাম রহিম গ্রেফতার হওয়ার পর থেকেই পাপাস অ্যাঞ্জেল হানিপ্রীত নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা চলছিল তুঙ্গে ৷ সূত্রের বর, সীমান্ত পেরিয়ে নেপালে গা ঢাকা দিয়ে রয়েছেন হানিপ্রীত ৷ এই সুত্রে ধরে নেপাল সীমান্তে তল্লাশিও চালিয়েছে হরিয়ানা পুলিশ ৷ তবে এখনও তার কোনও হদিশ মেলেনি ৷
advertisement

হানিপ্রীত ও বাবা রহিমকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ৷ কখনও রাম রহিম ও হানিপ্রীতের সম্পর্ক নিয়ে তো কখনও তাদের জীবনযাপন নিয়ে ৷ সম্প্রতি এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে হানিপ্রীতের জিম প্রশিক্ষক জানিয়েছেন যে তার জীবনের আদর্শ ছিলেন ক্যাটরিনা কাইফ ৷ তার মতো ফিগার বানাতে চেয়েছিলেন তিনি ৷ এর জন্য দিনরাত জিমে কসরতও করতেন ৷ ধুম ৩ ছবিতে ক্যাটরিনার জিরো ফিগারের মতো ফিগার তৈরি করতে চেয়েছিলেন তিনি ৷

advertisement

ওয়ার্কআউটের মাঝপথে হঠাৎ হঠাৎ নাচতে শুরু করতেন। বেশিরভাগ সময়েই নাচতেন ক্যাটরিনা ধুম থ্রির গানে।

হানিপ্রীতেক প্রশিক্ষকরা বিদেশ থেকে আসতেন ৷ প্রতিদিন প্রায় তিন ঘণ্টা জিম করতে তিনি ৷

জিমের প্রশিক্ষক আরও জানিয়েছেন, যদিও রাম রহিম ও হানিপ্রীত বাবা ও মেয়ে হিসেবে নিজেদের দাবি করতেন কিন্তু তারা বাবা-মেয়ের মতো আচরণ করতেন না ৷ তারা এক ঘরে থাকতেন ৷ কোনও সফরে গেলে হোটেলেও এক ঘরে থাকতেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিনি আরও জানান যে রাম রহিমের যে মহিলাদের পছন্দ ছিল তাদের যেভাবেই হোক তার ঘরে পাঠানো ৷ রাম রহিমের ইচ্ছাপূরণ করানোর জন্য মহিলাদের মাদক মেশানো পানীয় খাইয়ে বাবার ঘরে পাঠাতেন ৷

বাংলা খবর/ খবর/দেশ/
জানেন ক্যাটরিনা ও হানিপ্রীতের মধ্যে কী যোগ রয়েছে ?