TRENDING:

হদিশ মিলল হানিপ্রীতের, ‘পাপা কী পরী’র বিরুদ্ধে FIR দায়ের

Last Updated:

অবশেষে হদিশ মিলল রাম রহিমের পালিতা কন্যা হানিপ্রীতের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অবশেষে হদিশ মিলল রাম রহিমের পালিতা কন্যা হানিপ্রীতের ৷ ডেরা প্রধানকে গ্রেফতারের সময় হরিয়ানায় হিংসা ও উত্তেজনা ছড়ানোর জন্য ৪৩ জনের একটি লিস্ট তৈরি করেছিল পুলিশ ৷ সেই লিস্টে নাম ছিল হানিপ্রীতের ৷ কিন্তু রাম রহিমের কারাদণ্ডের নির্দেশের পর থেকে খোঁজ মিলছে না ‘পাপা কী পরী’র ৷ অনুমান করা হচ্ছে সীমান্ত পেরিয়ে নেপালে পালিয়ে গিয়ে বিরাটনগরে গা ঢাকা দিয়ে রয়েছেন তিনি ৷
advertisement

পূর্ব নেপাল বর্ডারের কাছে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ জারি করা হয়েছে অ্যালার্ট ৷ দাঙ্গায় ইন্ধনের অভিযোগে স্বতঃপ্রনোদিত হয়ে মামলা রুজু করেছিল পঞ্চকুলা পুলিশ। সেখানেই যোগ করা হয়েছে হানিপ্রীতের নাম। হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং ভারত-নেপাল বর্ডার সীমান্তে হানিপ্রীতের নামে লুক আউট নোটিস জারি করেছে পুলিশ প্রশাসন। সম্প্রতি নেপালে দেখা গিয়েছে হানিপ্রীতকে বলে জানা গিয়েছে৷ বিভিন্ন সূত্রকে হাতিয়ার করে ক্রমাগত হনিপ্রীতের খোঁজ চালাচ্ছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
হদিশ মিলল হানিপ্রীতের, ‘পাপা কী পরী’র বিরুদ্ধে FIR দায়ের