TRENDING:

বুক ডোবা জল, ২ শিশুকে দু’কাঁধে নিয়ে প্রাণ বাঁচালেন পুলিশ

Last Updated:

তরতর করে বয়ে জলেছে নদীর বাড়ন্ত জল ৷ যেদিকে নজর যায়, চারপাশটা একেবারে জলে থৈ থৈ ৷ হঠাৎই যেন কিছুটা দূরে বাচ্চার কান্না ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: তরতর করে বয়ে জলেছে নদীর বাড়ন্ত জল ৷ যেদিকে নজর যায়, চারপাশটা একেবারে জলে থৈ থৈ ৷ হঠাৎই যেন কিছুটা দূরে বাচ্চার কান্না ৷ কোনও কিছু আর ভাবেননি ৷ ঝপ করে জলে নেমে পড়লেন গুজরাট পুলিশের কনস্টেবল পৃথ্বীরাজ সিং জাদেজা ৷ বুক জোবা জল ঠেঙিয়ে খুজে পেলেন ২ শিশুকে ৷ বাদ বাকিটা শুধুই কনস্টেবলের সাহসিকতার প্রশংসা ৷ দু’কাঁধে ২ শিশুকে বসিয়ে প্রাণ বাঁচালেন পৃথ্বীরাজ ৷ আর সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতে প্রশংসার ঝড় বয়ে যাচ্ছে৷
advertisement

দেখুন সেই ভাইরাল ভিডিও---

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজো নয়, বর্ধমানের 'এই' গ্রামে কালীপুজোই আসল! দূরদূরান্ত থেকে ছুটে আসে মানুষ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
বুক ডোবা জল, ২ শিশুকে দু’কাঁধে নিয়ে প্রাণ বাঁচালেন পুলিশ