মঙ্গলবার শান্তিলাল পারমার নামে এক কনস্টেবল তিন জন বাইক আরোহীকে দাঁড়াতে বলেন ৷ শান্তিলাল জানান, তিন জনে বেপরোয়া ভাবে বাইক চালাচ্ছিল ৷ তাই দেখেই তিনি তাঁদের বাইক থামাতে বলেন ৷ অন্যদিকে বাইক আরোহীদের অভিযোগ, অকারণে তাঁদের আটক করে মারধোর শুরু করেন কনস্টেবল ৷ এর জেরে দু’তরফের মধ্যে শুরু হয়ে যায় বচসা ও হাতাহাতি ৷ ঘটনা দেখে ভিড় জমে যায় সেখানে ৷ ক্ষিপ্ত জনতা চড়াও হয় কনস্টেবলের উপর ৷ প্রায় ৪০ জন মিলে বেধড়ক ভাবে মারেন কনস্টেবলকে ৷ উপস্থিত আরও তিন পুলিশকর্মী ঘটনাস্থলে এসে শান্তিলালকে উদ্ধার করার চেষ্টা করলে বাধা দেয় জনতারা ৷ পুলিশকর্মীদের থেকে শান্তিলালবাবুকে আলাদা করে ফের মারধর শুরু করেন তারা ৷ ভিডিও ফুটেজের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 30, 2015 4:25 PM IST