TRENDING:

MGNREGA: উঠে যাবে মনরেগা, নতুন প্রকল্প কেন্দ্রের! একশো দিনের কাজের তুলনায় বাড়বে উপার্জন, সংসদে আসছে বিল

Last Updated:

MGNREGA: নাম পাল্টে যেতে পারে ১০০ দিনের কাজ প্রকল্পের৷ মনরেগা (মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট-MGNREGA) প্রকল্পের নাম বদলে হবে বিকশিত ভারত-রোজগার এবং অজীবিকা মিশন (গ্রামীণ): ভিবি-জি রাম জি (Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin): VB—G RAM G)৷ এই নতুন নামকরণ নিয়ে সংসদে বিল আনতে চলেছে সরকার৷

advertisement
নয়াদিল্লি: নাম পাল্টে যেতে পারে ১০০ দিনের কাজ প্রকল্পের৷ মনরেগা (মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট-MGNREGA) প্রকল্পের নাম বদলে হবে বিকশিত ভারত-রোজগার এবং অজীবিকা মিশন (গ্রামীণ): ভিবি-জি রাম জি (Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin): VB—G RAM G)৷ এই নতুন নামকরণ নিয়ে সংসদে বিল আনতে চলেছে সরকার৷ ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দিতে চলেছে কেন্দ্র সরকার৷
News18
News18
advertisement

মনরেগা প্রকল্পের অধীনে শ্রমিকদের বেতনের সম্পূর্ণ ভারই ছিল কেন্দ্রের উপর৷ লেবার কস্ট পুরোপুরি এবং টেরিয়াল কস্টে ৭৫ শতাংশ দায়িত্ব কেন্দ্রের ছিল৷ কিন্তু নতুন এই বিলে পেমেন্টের বোঝা রাজ্যগুলির ওপর চাপাতে চলেছে কেন্দ্র সরকার৷ নতুন বিল অনুযায়ী এই প্রকল্পের টাকার জোগানের ৪০ শতাংশ দিতে হবে রাজ্যকে৷ কেন্দ্র দেবে বাকি ৬০ শতাংশ৷

advertisement

আরও পড়ুন: সূর্য-বৃহস্পতির শক্তিশালী যোগ! ২৪ ঘণ্টা পর থেকেই ৩ রাশির বৃহস্পতি তুঙ্গে, সৌভাগ্যের বন্ধ দরজা খুলবে, বাম্পার লাভ

সূত্রের খবর অনুযায়ী,এই প্রকল্প বিকশিত ভারত ২০৪৭–এর জাতীয় ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি গ্রামীণ উন্নয়ন কাঠামো, যার মাধ্যমে প্রতিটি আর্থিক বছরে স্বেচ্ছায় অদক্ষ ম্যানুয়াল কাজ করতে ইচ্ছুক প্রত্যেক গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের জন্য একশো পঁচিশ দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনগত নিশ্চয়তা প্রদান করা হয়৷ ক্ষমতায়ন, প্রবৃদ্ধি, সমন্বয় এবং সর্বজনীন পরিপূর্ণতার মাধ্যমে একটি সমৃদ্ধ ও সহনশীল গ্রামীণ ভারত গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে এই প্রকল্প৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ওড়িশার বাজারে বদলাচ্ছে হিসাব, বাংলার আলু পড়ে থাকছে হিমঘরে! মাথায় হাত চাষিদের
আরও দেখুন

মনরেগা প্রকল্পের শুরু হয়েছিল এনরেগা(NREGA) নামে৷ ২০০৫ সালে ২ অক্টোবর তৎকালীন ইউপিএ সরকার এই বিল আনে৷ ২০০৯-এ এর নাম বদলে MGNREGA (মনরেগা) করা হয়। এই সোশ্যাল সিকিউরিটি মেজার MGNREGA-র অধীনে কাজকে আইনি অধিকার হিসেবে প্রতিষ্ঠা করেছিল, মানে সরকার চাকরি চাওয়া হলে দিতে বাধ্য।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
MGNREGA: উঠে যাবে মনরেগা, নতুন প্রকল্প কেন্দ্রের! একশো দিনের কাজের তুলনায় বাড়বে উপার্জন, সংসদে আসছে বিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল