TRENDING:

টিকটক নিষিদ্ধে চাকরি হারানোর ভয়? দেশি স্টার্টআপের 'আত্মনির্ভরতা'-র বড় সুযোগ: সরকারি সূত্র

Last Updated:

চিনা অ্যাপগুলির বিপদ নিয়ে জাতীয় সুরক্ষা কাউন্সিল সাবধান করেছিল জুন মাসেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: টিকটক, ইউসি ব্রাইজার, শেয়ার-ইট, উই চ্যাট ক্যামস্ক্যানারের মতো মোট ৫৯টি চিনা মোবাইল অ্যাপ রাতারাতি নিষিদ্ধ করেছে ভারত। তাৎপর্যপূর্ণ এই সিদ্ধান্তের কারণ হিসেবে কেন্দ্র স্পষ্ট জানিয়েছে ৬৯ ক ধারায় এই সিদ্ধান্ত। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও তথ্যের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement

তথ্য প্রযুক্তি মন্ত্রকের বিবৃতি অনুযায়ী,"এই পদক্ষেপ ভারতীয় মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত করবে। দেশের সাইবার স্পেসকে সার্বভৌম রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

সরকারী আধিকারিকরা বলছেন ভারতের এই পদক্ষেপের ফলে চিনা অ্যাপ প্রস্তুতকারকদের 'কয়েক লক্ষ ডলারের' ক্ষতি হবে।

কেন্দ্র মনে করছে, বিরোধী শিবিরও এই পদক্ষেপকে স্বাগত জানাবে কেন না সংসদেও তথ্যের সুরক্ষা নিয়ে বারবার সরব হয়েছেন বিরোধীরা।

advertisement

এই সিদ্ধান্তে কি কাজের বাজারে প্রভাব পড়বে? কর্মহীন হবেন এই ধরনের সংস্থায় কর্মরত ভারতীয়রা? উত্তরে সংশ্লিষ্ট আধিকারিকরা বলেন, এটা ভারতীয় তথ্যপ্রযুক্তি স্টার্টআপের কাছে নিজেদের আত্মনির্ভরতা প্রমাণের বড় সুযোগ।ইতিমধ্যেই ট্যুইটারের ভারতীয় বিকল্প চিঙ্গারি ডাইনলোড করতে শুরু করেছেন হাজার হাজার মানুষ।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

প্রসঙ্গত, চিনা অ্যাপগুলির বিপদ নিয়ে জাতীয় সুরক্ষা কাউন্সিল সাবধান করেছিল জুন মাসেই। গোয়েন্দা বিভাগ ও সাইবার ক্রাইম কোঅর্ডিনেশান সেন্টার কম্পিউটার এমার্জেন্সি রেসপন্সের যৌথ পর্যালোচনার পরেই অ্যাপগুলি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট মহলের মত গালওয়ান উপত্যকার চিনা আগ্রাসনের জবাব দিতেই রাতারাতি এই ডিজিটাল স্ট্রাইক ঘোষণা করেছে ভারত।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
টিকটক নিষিদ্ধে চাকরি হারানোর ভয়? দেশি স্টার্টআপের 'আত্মনির্ভরতা'-র বড় সুযোগ: সরকারি সূত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল