তবে শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয়, যারা মোটা অঙ্কের টাকা ই-ওয়ালেটে ভরিয়েছেন বা ঋণ মিটিয়েছেন তাদের তথ্যও খতিয়ে দেখছে আয়কর আধিকারিকরা ৷ নোট বাতিলের পর ব্যাঙ্কে যারা প্যান কার্ড ছাড়া ৫০,০০০ টাকা জমা দিয়েছেন তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷
এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আয়কর বিভাগ তাদের পরিকাঠামো এই কাজে নিয়োগ করেছে ৷ যারা মোটা টাকার লেনদেন করেছে তাদের চিহ্নিত করে সমস্ত তথ্য যাচাই করা হবে ৷ তাদের আয়ের সঙ্গে সেই অঙ্ক সামঞ্জল্যপূর্ণ কী তা খতিয়ে দেখা হবে ৷ যদি কোনও বিষয়ে সন্দেহ হয় তাহলে সেই ব্যক্তিকে ডেকে পাঠাতে পারে আয়কর বিভাগ ৷
advertisement
জানা গিয়েছে, নোট বাতিলের পর এমন ৬০ লক্ষ অ্যাকাউন্ট রয়েছে যেখানে ২ লক্ষ ক্যাশ টাকা জমা পড়েছে ৷ এই সব অ্যাকাউন্টে মোট ৭.৩৪ লক্ষ কোটি টাকা জমা পড়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 23, 2017 12:23 PM IST