TRENDING:

Government Job News: আপনি কি মাধ্যমিক পাশ? ভিনরাজ্যে পোস্ট অফিসে চাকরির সুবর্ণ সুযোগ রয়েছে, জানুন

Last Updated:

Government Job News: মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। এখনই জানুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দশম শ্রেণী পাশ। তারপর আর পড়াশোনার সুযোগ হয়নি। কিন্তু সরকারি চাকরির ইচ্ছা। তাঁদের জন্য সুখবর। শুধুমাত্র মাধ্যমিক পাশেই মিলবে পোস্ট অফিসে চাকরি। এর জন্য কোনও লিখিত পরীক্ষাও দিতে হবে না। শুধুমাত্র মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।
চাকরির সুযোগ।
চাকরির সুযোগ।
advertisement

ছত্রশপুর জেলার চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। জেলার ডাকঘর অফিসার পোস্টাল লাইফ ইনস্যুরেন্স স্কিম বা পিএলআই এবং আরপিএলআই স্কিমের জন্য এজেন্ট নিয়োগ করছেন। দশম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে। সাক্ষাৎকারের মাধ্যমে মেধার ভিত্তিতে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থী।

প্রসঙ্গত, পিএলআই স্কিমে পলিসি হোল্ডারকে সর্বনিম্ন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৫০ লাখ টাকার জীবন বিমা কভারেজ প্রদান করা হয়। ১৯ থেকে ৫৫ বছর বয়সী যে কেউ এই পলিসি কিনতে পারেন। নমিনি করার সুবিধাও রয়েছে। ৩ বছর পর পলিসির বিপরীতে ঋণ নেওয়া যায়। বোনাসও মেলে। ইনকাম ট্যাক্স অ্যাক্টের ধারা ৮৮-এর আওতায় করছাড়ের সুবিধাও মেলে। এই স্কিমে শিশুদের নামেও বিমা করা যায়। এটি ‘বাল জীবন বিমা স্কিম’ নামে পরিচিত। দুই সন্তানের জন্য পলিসি নিতে পারেন মা-বাবা। বয়স হতে হবে ৫ থেকে ২০ বছরের মধ্যে।

advertisement

আরও পড়ুন: শীতে বাজারে পেলেই কিনুন, গ্রামবাংলার ‘ফালতু’ শাক ব্লাড সুগার-গাঁটের ব্যথার যম! জানুন

অন্য দিকে, আরপিএলআই মূলত গ্রামীণ এলাকার বাসিন্দাদের বিমা কভারেজ দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এতে পলিসি হোল্ডারকে প্রতি বছর ৬০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত বোনাস দেওয়া হয়। ন্যূনতম সাম অ্যাসিওর্ডের পরিমাণ ১০ হাজার টাকা, সর্বোচ্চ ১০ লাখ টাকা। পলিসির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যদি পলিসি হোল্ডার বেঁচে থাকেন, তাহলে মানি ব্যাক সুবিধা দেওয়া হয়। জমা টাকা এবং বোনাস সম্পূর্ণ কর মুক্ত।

advertisement

আরও পড়ুন: শাহরুখ খানের স্বপ্নের ‘মন্নত’-এর আগের মালিক কে জানেন? বাংলোটির আগের নাম কী? উত্তর জানলে মাথা ঘুরে যাবে!

পোস্ট অফিসের এই দুটি লাইফ ইনস্যুরেন্স স্কিমের জন্য এজেন্ট নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, স্কুল সার্টিফিকেট এবং অন্যান্য নথিপত্র নিয়ে ১৬ জানুয়ারি সকাল ১১টায় ডাকঘর সুপারিনটেনডেন্টের অফিসে উপস্থিত হতে বলা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্ত: ছত্রশপুর জেলার ডাকঘর অফিসারের তরফে জানানো হয়েছে, দশম শ্রেণী উর্ত্তীর্ণ যে কোনও প্রার্থীই ডাক জীবন বিমা এজেন্ট পদে আবেদন করতে পারেন। তবে স্থানীয় এলাকা সম্পর্কে বিশদ জ্ঞান থাকতে হবে। সঙ্গে কম্পিউটার জানা আবশ্যক। এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Government Job News: আপনি কি মাধ্যমিক পাশ? ভিনরাজ্যে পোস্ট অফিসে চাকরির সুবর্ণ সুযোগ রয়েছে, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল