TRENDING:

সিবিআইয়ের নিরপেক্ষতা বজায় রাখতেই সিদ্ধান্ত, ‘সুপ্রিম’ ধাক্কা খেয়ে কেন্দ্রের সাফাই

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জোরাল ধাক্কা খেয়েছে কেন্দ্র ৷ সিবিআই ডিরেক্টর পদে পুনর্বহাল করা হয়েছে অলোক ভার্মাকে ৷ গত ২৩ অক্টোবর তাঁকে ছুটিতে পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রের সেই সিদ্ধান্তকে মঙ্গলবারের রায়ে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ দেশের শীর্ষ আদালতের সেই রায় নিয়েই এবার মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷
advertisement

অরুণ জেটলি বলেন, ‘কেন্দ্র কারও পক্ষে বা বিপক্ষে নয় ৷ সিবিআইয়ের দুই শীর্ষ কর্তা ক্রমাগত একে অপরের উপর দোষারোপ করে যাচ্ছিলেন ৷ তাই সিবিআইয়ের নিরপেক্ষতা বজায় রাখতেই দুই শীর্ষ কর্তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র ৷ সিভিসির রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় কেন্দ্র ৷ নিরপেক্ষতা বজায় রাখতে দু’জনকে সরানো হয় ৷’

advertisement

আরও পড়ুন:  CBI vs CBI: সুপ্রিম কোর্টে ধাক্কা কেন্দ্রের, সিবিআই ডিরেক্টর পদে অলোক ভার্মাই

কেন্দ্রীয় অর্থমন্ত্রী মনে করছেন, সুপ্রিম কোর্টের এই নির্দেশ সিবিআইয়ের সম্মান, বিশ্বাসযোগ্যতা এবং একতা রক্ষা করবে ৷ তিনি বললেন, ‘নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই ডিরেক্টরের ক্ষমতা দৃঢ় করেছে সুপ্রিম কোর্টের এই নির্দেশ ৷ সেজন্য এখন থেকে সুপ্রিম কোর্টের নির্দেশানুসারেই কেন্দ্র পরবর্তী পদক্ষেপ নেবে ৷’‌

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত সুপ্রিম কোর্ট জানিয়েছে, ডিরেক্টর পদে ফিরলেও নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না অলোক ভার্মা৷ সিবিআইয়ের দুই শীর্ষ আধিকারিকের মধ্যে অশান্তি ও একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে৷ গত ২৩ অক্টোবর মধ্যরাতে তাঁকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (সিভিসি)।

বাংলা খবর/ খবর/দেশ/
সিবিআইয়ের নিরপেক্ষতা বজায় রাখতেই সিদ্ধান্ত, ‘সুপ্রিম’ ধাক্কা খেয়ে কেন্দ্রের সাফাই