অরুণ জেটলি বলেন, ‘কেন্দ্র কারও পক্ষে বা বিপক্ষে নয় ৷ সিবিআইয়ের দুই শীর্ষ কর্তা ক্রমাগত একে অপরের উপর দোষারোপ করে যাচ্ছিলেন ৷ তাই সিবিআইয়ের নিরপেক্ষতা বজায় রাখতেই দুই শীর্ষ কর্তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র ৷ সিভিসির রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় কেন্দ্র ৷ নিরপেক্ষতা বজায় রাখতে দু’জনকে সরানো হয় ৷’
advertisement
আরও পড়ুন: CBI vs CBI: সুপ্রিম কোর্টে ধাক্কা কেন্দ্রের, সিবিআই ডিরেক্টর পদে অলোক ভার্মাই
কেন্দ্রীয় অর্থমন্ত্রী মনে করছেন, সুপ্রিম কোর্টের এই নির্দেশ সিবিআইয়ের সম্মান, বিশ্বাসযোগ্যতা এবং একতা রক্ষা করবে ৷ তিনি বললেন, ‘নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই ডিরেক্টরের ক্ষমতা দৃঢ় করেছে সুপ্রিম কোর্টের এই নির্দেশ ৷ সেজন্য এখন থেকে সুপ্রিম কোর্টের নির্দেশানুসারেই কেন্দ্র পরবর্তী পদক্ষেপ নেবে ৷’
প্রসঙ্গত সুপ্রিম কোর্ট জানিয়েছে, ডিরেক্টর পদে ফিরলেও নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না অলোক ভার্মা৷ সিবিআইয়ের দুই শীর্ষ আধিকারিকের মধ্যে অশান্তি ও একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে৷ গত ২৩ অক্টোবর মধ্যরাতে তাঁকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (সিভিসি)।