TRENDING:

উত্তরপ্রদেশের গোরক্ষপুর আয়ুর্বেদ পর্যটন কেন্দ্রে পরিণত হতে চলেছে

Last Updated:

এই প্রতিষ্ঠানটিতে সার্টিফিকেট কোর্স ও ইন্টার্নশিপ করার সুবিধা দেওয়া হচ্ছে যা দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষকে গোরখপুর আয়ুর্বেদ কেন্দ্রে টেনে নিয়ে আসবে। gorokhupur ayurvedic tourism centre will attract people from all over the world

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেরল বহুবছর ধরেই আমাদের সবার কাছে ভারতের শ্রেষ্ঠ আয়ুর্বেদিক হাব বলে সুপরিচিত। তবে এখন এই ক্ষেত্রে কেরালার সঙ্গে প্রতিযোগিতায় নামতে চলেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর আয়ুর্বেদ পর্যটন কেন্দ্র।
advertisement

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কথা অনুযায়ী ,সার্টিফিকেট কোর্স ও ইন্টার্নশিপ করার সুবিধা দেওয়া হচ্ছে যা দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষকে গোরখপুর আয়ুর্বেদ কেন্দ্রে টেনে নিয়ে আসবে। মানুষকে নতুন জিনিস শিখতে এবং জানতে উৎসাহিত দেবে।

উত্তরপ্রদেশের পর্যটন মন্ত্রী জয়বীর সিং মহাযোগী গোরক্ষনাথ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন যেখানে গুরু শ্রী গোরক্ষনাথ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (আয়ুর্বেদ কলেজ), একটি হাসপাতাল এবং এখানে একটি বৈদিক-আয়ুর্বেদ সুস্থতা কেন্দ্র রয়েছে।

advertisement

তিনি বলেছেন যে গোরক্ষপুর আগামী দিনে আয়ুর্বেদ পর্যটনের কেন্দ্র হিসাবে আবির্ভূত হবে। তিনি আরও বলেন "আমি নিশ্চিত যে আগামী দিনে গোরখপুর একটি বৈদিক এবং আয়ুর্বেদ পর্যটন কেন্দ্র হয়ে উঠবে।"

তাঁর কথায় “এটি মানুষকে সুস্থ হতে সাহায্য করবে এবং বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টি করবে। আয়ুর্বেদ হল ভারতের ঐতিহ্য এবং আরোগ্যধাম এখানে একটি আকর্ষণীয় বৈদিক পর্যটন ও সুস্থতা কেন্দ্র হিসেবে গড়ে উঠছে ।’’

advertisement

সমস্ত রকম উন্নয়ন এবং সুবিধার দিক দিয়ে ভবিষ্যতে এই গোরক্ষপুর আয়ুর্বেদিক কেন্দ্র ভারতের মানুষের কাছে জনপ্রিয় এবং সুপরিচিত হয়ে উঠবে। এই আশা নিয়ে সেখানকার আয়োজক এবং কর্মকর্তারা তাদের যাবতীয় প্রচেষ্টা দিয়ে এই আয়ুর্বেদিক কেন্দ্রকে একটা সম্পূর্ণ রূপ দিতে চেয়েছে।

গোরক্ষনাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল অতুল বাজপেয়ী এবং রেজিস্ট্রার প্রদীপ রাও মন্ত্রীকে ক্যাম্পাসে সমস্ত  উপলব্ধ সংস্থান এবং সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করেছেন।

advertisement

সবকিছু দেখে সিং বলেছিলেন যে তিনি হাই-টেক রিসোর্সেস , শিক্ষামূলক কার্যক্রম, স্মার্ট ক্লাসরুম, আধুনিক যন্ত্রপাতি সহ ল্যাব, হাসপাতাল এবং অন্যান্য সুবিধা দেখে অবাক হয়েছিলেন।

এছাড়াও তিনি ওখানকার অন্যান্য জায়গায় পরিদর্শন করেছিলেন। তার মধ্যে রয়েছে বৈদিক পঞ্চকর্ম কেন্দ্র। এসব দেখে তিনি নিজের প্রতিক্রিয়াও দিয়েছেন। তিনি বলেছিলেন যে "শীঘ্রই আমরা বৈদিক সুস্থতা এবং পর্যটনের ক্ষেত্রে কেরলকে ছাড়িয়ে যাব"।

advertisement

এই আয়ুর্বেদিক পর্যটন কেন্দ্রটি বিভিন্ন দিক দিয়ে মানুষের এবং দেশের স্বার্থে কাজ করবে এই উদ্দেশ্যে এগিয়ে চলেছে।

বাংলা খবর/ খবর/দেশ/
উত্তরপ্রদেশের গোরক্ষপুর আয়ুর্বেদ পর্যটন কেন্দ্রে পরিণত হতে চলেছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল