TRENDING:

২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি এবার বেসরকারি সংস্থাতেও

Last Updated:

প্রাইভেট সেক্টরে চাকুরিরতা মহিলাদের জন্য সুখবর ৷ এবার থেকে প্রাইভেট সেক্টরের মহিলারা ২৬ সপ্তাহ অর্থাৎ ছ’মাসের মাতৃত্বকালীন ছুটি পেতে চলেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বেসরকারি সংস্থায় চাকুরিরতা মহিলাদের জন্য সুখবর ৷ এবার থেকে প্রাইভেট সেক্টরের মহিলারাও ২৬ সপ্তাহ অর্থাৎ ছ’মাসের মাতৃত্বকালীন ছুটি পেতে চলেছেন ৷ এরজেরে পারিবারিক জীবনে ও কর্মক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখতে সুবিধা হবে মহিলাদের ৷
advertisement

কেন্দ্রীয় সরকারের তরফে মহিলাদের মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া শুরু করা হয়েছে ৷ বর্তমানে প্রাইভেট সেক্টরে মহিলা ১২ সপ্তাহ অর্থাৎ তিন মাসের ছুটি পেতেন ৷ নতুন বিল পাশ হয়ে গেলে মহিলাদের মাতৃত্বকালীন ছুটি বেড়ে প্রায় দ্বিগুন হতে চলেছে ৷ সমস্ত সংস্থাকে এই নিয়ম মেনে চলতে হবে ৷

সরকারি মহিলা কর্মচারীদের জন্য ছ’মাসের মেটারনিটি লিভ আগে থেকেই লাগু করা হয়েছিল ৷

advertisement

অরুণ জেটলির নেতৃত্বে বেশ কয়েকজন মন্ত্রী শ্রম মন্ত্রণালয়ের মহিলাদের মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর প্রস্তাবে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছেন ৷ শ্রম মন্ত্রণালয়ের একজন সিনিয়ার আধিকারিক জানিয়েছেন, ‘ আমরা এবার মন্ত্রিসভার বৈঠকে মেটারনিটি বেনিফিট অ্যাক্ট ১৯৬১ কে সংশোধন করার প্রস্তাব জানাবো ৷ নতুন বিল অনুযায়ী, ১২ সপ্তাহের বদলে ২৬ সপ্তাহের মেটারনিটি লিভ দেওয়া হবে মহিলাদের ৷’

advertisement

নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী মানেকা গান্ধি বুধবার কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়ের সঙ্গে বৈঠক করেন এবং এই বিষয়ে প্রক্রিয়া শুরু করতে আবেদন জানান ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই বিলটি পাশ হলে ভারত পৃথিবীর ৪০টি দেশের মধ্যে একটি হবে যেখানে ১৮ সপ্তাহের বেশি মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় ৷

বাংলা খবর/ খবর/দেশ/
২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি এবার বেসরকারি সংস্থাতেও