TRENDING:

Road accident: মর্মান্তিক দুর্ঘটনা! শ্বশুরকে দাহ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল জামাইয়ের

Last Updated:

Road accident: মর্মান্তিক দুর্ঘটনা ঘটল রাজস্থানে। শনিবার স্ত্রী এবং শিশুপুত্রকে নিয়ে শ্বশুরের মৃতদেহ দাহ করতে যাচ্ছিলেন জামাই, পথ দুর্ঘটনায় প্রাণ গেল জামাইয়ের। আহত হয়েছেন তার স্ত্রী এবং সন্তানও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোটা: মর্মান্তিক দুর্ঘটনা ঘটল রাজস্থানে। শনিবার স্ত্রী এবং শিশুপুত্রকে নিয়ে শ্বশুরের মৃতদেহ দাহ করতে যাচ্ছিলেন জামাই, পথ দুর্ঘটনায় প্রাণ গেল জামাইয়ের। আহত হয়েছেন তার স্ত্রী এবং সন্তানও।
মর্মান্তিক দুর্ঘটনা।
মর্মান্তিক দুর্ঘটনা।
advertisement

রাজস্থান নিবাসী শ্বশুরের শেষকৃত্য করতে মুম্বই থেকে যাচ্ছিলেন জামাই। মুম্বই থেকে বিমানে চড়ে জয়পুরে পৌঁছন সেই পরিবার। তার পরে সেখান থেকে ক্যাব ভাড়া করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তাঁরা। যাওয়ার পথে চতরগঞ্জে ৫২ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকে ধাক্কা মারে তাঁদের গাড়ি, ঘটনার জেরে আহত হন ক্যাবের চালকও।

পুলিশ জানিয়েছে, রজত রাস্তোগি (৪০) এবং অনুভা রাস্তোগি (৩৮) দু’জনেই পেশাগত ভাবে চার্টার্ড একাউন্ট্যান্ট। অনুবা রাস্তোগির বাবা মারা যান শুক্রবার, বাবার শেষকৃত্যের জন্যই পরিবার নিয়ে যাচ্ছিলেন অনুভা।

advertisement

আরও পড়ুন: রাত থেকেই বৃষ্টি রাজ্যে, রবিবারও ভিজতে পারে একাধিক জেলা, জানাল আবহাওয়া দফতর

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

হিন্দোলি পুলিশ স্টেশনের স্টেশন হাউজ অফিসার পবন কুমার মীনা জানান, প্রচণ্ড গতিতে ছুটছিল তাঁদের ক্যাব, যাওয়ার পথে ৫২ নম্বর জাতীয় সড়কে ভোর ৪টে নাগাদ একটি ট্রাকে ধাক্কা মারে তাঁদের গাড়ি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ক্যাবের মধ্যে থাকা চার জনকে হিন্দোলির কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে রজত রাস্তোগিকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বাকি তিন জন সেই সময় অচৈতন্য অবস্থায় ছিলেন। আহতদের পরবর্তী কালে বুন্দি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্টেশন হাউজ অফিসার পবন মীনা জানিয়েছেন, আহতদের বয়ান পাওয়া গেলে তবেই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Road accident: মর্মান্তিক দুর্ঘটনা! শ্বশুরকে দাহ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল জামাইয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল