এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ার এক্সে প্রধানমন্ত্রী জানান তিনি গোয়ার মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাওয়ান্তের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে কথা বলেছেন। এই ঘটনায় আহতদের সাহায্যে গোয়া রাজ্য থেকে যথাসম্ভব সাহায্য করা হচ্ছে।
এই প্রসঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “গোয়ার আরপুরার অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। যারা কাছের আত্মীয়দের হারিয়েছেন তাঁদের প্রতি আমার সহানুভূতি রয়েছে। আমি প্রার্থনা করছি যারা আহত হয়েছেন তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এই গোটা বিষয়ে রাজ্য যথা সম্ভব তৎপরতার সঙ্গে কাজ করছে।”
advertisement
এরপরেই জানা যায় প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের ২ লক্ষ টাকা এবং আহতদের ৩০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর পাশাপাশি এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।
এই প্রসঙ্গে রাষ্ট্রপতি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “উত্তর গোয়ার এই ভয়াবহ দুর্ঘটনায় বহু প্রাণ চলে গিয়েছে যা ভীষণ পীড়াদায়ক। মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। ভগবান এই কঠিন সময়ে তাঁদের শক্তি দিক। আহতদের আমি দ্রুত সুস্থতার প্রার্থনা করছি।”
এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “গোয়ার আরপুরার এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। স্থানীয় প্রশাসন উদ্ধার এবং ত্রাণের কাজ চালাচ্ছে। এই ঘটনায় আহতদের উদ্ধারের কাজও চলছে। এই ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। ঈশ্বর এই কঠিন সময় শক্তি দিক।”
শনিবার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে উত্তর গোয়ার আরাপুরার একটি নৈশক্লাবে। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন ২৫ জন। জানা গিয়েছে মৃত প্রায় সকলেই ওই নৈশক্লাবের কর্মী ছিলেন।
