TRENDING:

সাত বছর ধরে লাগাতার ধর্ষণ করেছে বাবা, অভিযোগ কিশোরীর

Last Updated:

বয়স মাত্র ১৭ ৷ মাইগ্রেনের ব্যাথায় বেশ কয়েকদিন ধরেই ভুগছিল মণিকা(নাম পরিবর্তিত) ৷ সাফদারজাং হাসপাতালে চিকিৎসা চলছিল তার ৷ কিন্তু মাইগ্রেনের তীব্রতা এতটাই বেশি যে, চিকিৎসকেরাও তার মাইগ্রেনের ব্যাথা নিয়ে দ্বন্দ্বে পড়েন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: বয়স মাত্র ১৭ ৷ মাইগ্রেনের ব্যাথায় বেশ কয়েকদিন ধরেই ভুগছিল মণিকা(নাম পরিবর্তিত) ৷ সাফদারজাং হাসপাতালে চিকিৎসা চলছিল তার ৷ কিন্তু মাইগ্রেনের তীব্রতা এতটাই বেশি যে, চিকিৎসকেরাও তার মাইগ্রেনের ব্যাথা নিয়ে দ্বন্দ্বে পড়েন ৷ এরপরই মণিকাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন হাসপাতালের চিকিৎসকেরা ৷ সেই সময় জেরার মুখেই ভেঙে পড়ে মণিকা ৷ জানায়, ১০ বছর বয়স থেকে প্রতি রাতে কীভাবে তার বাবার কাছে যৌন নির্যাতনের স্বীকার হতে হয় তাকে ৷ যা শুনে হতবাক হয়ে যান হাসপাতালের চিকিৎসকেরাও ৷
advertisement

বিহারের বাসিন্দা মণিকা ৷ তার বাবা পেশায় চাষী ৷ গত কয়েকমাস ধরে দিল্লির সেন্ট্রাল গর্ভমেন্ট হাসপাতালে চিকিৎসা চলছিল তার ৷ মাইগ্রেন ছাড়াও আরও বেশ কিছু শারিরীক সমস্যা নিয়ে হাসপাতালে যান তিনি ৷ সেই সময়ই চিকিৎসকদের সন্দেহ হয় ৷ সেই সময়ই চিকিৎসকেরা মণিকাকে জিজ্ঞাসাবাদ করলে, চিকিৎসকদের জেরার মুখে ভেঙে পড়েন মণিকা ৷ মণিকা জানায়, তার বাবা প্রতি রাতে কীভাবে তার উপর নির্মম অত্যাচার চালায় ৷ সেই বিভীষিকাময়, নির্মম অত্যাচারের কথা জানায় মণিকা ৷ শুধু যৌন হেনস্থাই নয় ৷ সেই সঙ্গে নিজের মেয়ের অশ্লীল ছবিও ফোনে তুলে রাখতেন তিনি ৷

advertisement

যৌন হেনস্থার কথা প্রকাশ্যে আসতেই মাইগ্রেনের আসল কারণটি বুঝতে পারেন চিকিৎসকেরা ৷ মণিকা জানায়, সে পঞ্চম শ্রেণী অবধি পড়াশুনা করেছে ৷ সেই সময় থেকেই বাড়িতেই থাকত সে ৷ আর এরপর থেকেই বাবার যৌন লালসার শিকার হয় সে ৷ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পসকো আইনে থানায় অভিযোগ দায়ের করেছে ৷ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ নির্যাতিতার বয়ান শুনে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

সমীক্ষা অনুযায়ী, যে সমস্ত শিশুরা ছোট থেকেই যৌন হেনস্থার শিকার হন ৷ তারা এমনই মানসিক অবসাদে থাকে ৷ আর যার জেরে মাইগ্রেনের মত কঠিন রোগে আক্রান্ত হয় শিশুরা ৷ আর এই সমস্ত ক্ষেত্রে তারা নিজেদের লোকের হাতে হেনস্থার শিকার হন ৷

বাংলা খবর/ খবর/দেশ/
সাত বছর ধরে লাগাতার ধর্ষণ করেছে বাবা, অভিযোগ কিশোরীর