TRENDING:

বাবা আমায় রোজ ধর্ষণ করে ! ডাক্তারকে জানাল কিশোরী

Last Updated:

বহুদিন ধরে মাথা ব্যথায় ভুগছে বিহারের সফদরজং জেলার ১৭ বছরের কিশোরী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: বহুদিন ধরে মাথা ব্যথায় ভুগছিল বিহারের ১৭ বছরের কিশোরী ৷ কিছুতেই যখন মাথা ব্যথা কমছিল না, তখন রীতিমতো বাধ্য হয়েই বাবা মেয়েকে নিয়ে আসেন সাফদারজাং হাসপাতালে ৷ মাথা ব্যথার চিকিৎসা করতে গিয়েই চিকিৎসকের সামনে কিশোরী এমন এক তথ্য আনেন, যা কিনা অত্যন্ত ভয়াবহ ৷ চিকিৎসককে, কিশোরী জানিয়েছেন, বাবা আমাকে রোজ রাতে ধর্ষণ করে !
advertisement

এখানেই থেমে যায়নি কিশোরী ৷ ভয়ে ভয়ে চিকিৎসককে কিশোরী জানিয়েছে, বেশ কিছু বছর ধরে এই ঘটনা চলছে ৷ শুধু ধর্ষণ নয়, বাবা মোবাইল ফোনে বিকৃত ছবিও তুলত ৷ আমাকে পাচার করার ভয়ও দেখাত বাবা৷ তাই আমি কাউকে কিছু বলতে পারিনি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

চিকিৎসকরা জানিয়েছেন, বহুবার ধর্ষণ হওয়ায় মানসিক দিক থেকে ভেঙে পড়েছে কিশোরী ৷ আর এই কারণেই তার মাথা ব্যথা ৷ চিকিৎসকের কথার ওপর নির্ভর করেই বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বাবা আমায় রোজ ধর্ষণ করে ! ডাক্তারকে জানাল কিশোরী