TRENDING:

করোনার জেরে ড্রাইভিং লাইসেন্স বিলির নিয়মে পরিবর্তন, নতুন কী পন্থা নিল কেন্দ্র ?

Last Updated:

ড্রাইভিং লাইসেন্স সহ ১৮টি RTO সার্ভিসের জন্য আর ব্যক্তির উপস্থিতি বাধ্যতামূলক নয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনাভাইরাস পাল্টে দিয়েছে মানুষের অভ্যাস। পাল্টে গিয়েছে জীবনযাত্রা, বদলে গিয়েছে নিয়ম। মুখোমুখি সাক্ষাতের দিন প্রায় শেষ। রোগভোগের থেকে রেহাই পেতে ডিজিটাল হচ্ছে দেশ। ভার্চুয়াল বিশ্বে পা দিয়েছে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। সেই হাওয়ায় গা ভাসিয়ে এবার ড্রাইভিং লাইসেন্স বিলির নিয়মেও পরিবর্তন আনা হল।
advertisement

সম্প্রতি সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স সহ ১৮টি RTO সার্ভিসের জন্য আর ব্যক্তির উপস্থিতি বাধ্যতামূলক নয়। আধার অথেনটিকেশনের মাধ্যমে সংযোগহীন পরিষেবা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে আধার এনরোলমেন্ট আইডি স্লিপ বাধ্যতামূলক বলে জানিয়েছে কেন্দ্র। তাতে অন্তত ভাইরাস সংক্রমণের সম্ভাবনা কমবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী করোনাভাইরাসের চেন ভাঙতে সামাজিক দূরত্ব বজায় রাখা ভীষণ ভাবেই জরুরি। সে জন্যই RTO সার্ভিসে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হয়েছে। এই নতুন নিয়ম কোন কোন পরিষেবা অন্তর্ভুক্ত, তা দেখে নেওয়া যাক-

advertisement

১) শিক্ষানবিশ বা লার্নারস লাইসেন্স (Learner's License)

২) ড্রাইভিং লাইসেন্সের (Driving License) পুনর্নবীকরণের ক্ষেত্রে আর পরীক্ষা বাধ্যতামূলক নয়।

৩) বিকল্প ড্রাইভিং লাইসেন্স (Duplicate Driving License)।

৪) ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা পরিবর্তন ও রেজিস্ট্রেশন সর্টিফিকেট (Certificate of Registration)।

৫) আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ইস্যু (Issue of International Driving Permit)।

৬) লাইসেন্স থেকে যানের ক্লাস সারেন্ডার (Surrender of Class of Vehicle)।

advertisement

৭) মোটর যানের অস্থায়ী রেজিস্ট্রেশনের (Application for Temporary Registration) জন্য আবেদন।

৮) সম্পূর্ণ কাঠামো-সহ মোটর যানের রেজিস্ট্রেশনের জন্য আবেদন।

৯) বিকল্প রেজিস্ট্রেশন সার্টিফিকেটের (Duplicate Certificate of Rgistration) জন্য আবেদন।

১০) রেজিস্ট্রেশন সার্টিফিকেটের নো অবজেশন সার্টিফিকেট বা এনওসি-র (NOC) জন্য আবেদন।

১১) মোটর যানের মালিকানা হস্তান্তরের জন্য নোটিশ।

১২) মোটর যানের মালিকানা হস্তান্তরের জন্য আবেদন।

advertisement

১৩) রেজিস্ট্রেশন সাটিফিকেটে ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন।

১৪) কোনও ড্রাইভিং সেন্টার (Driving Training Centre) থেকে ড্রাইভার ট্রেনিংয়ের জন্য রেজিস্ট্রেশনের আবেদন।

১৫) কূটনীতিকদের (Diplomatic Officer) মোটর যানের রেজিস্ট্রেশনের জন্য আবেদন।

১৬) কূটনীতিকদের মোটর যানে নতুন রেজিস্ট্রেশন মার্কের জন্য অ্যাসাইনমেন্টের আবেদন।

১৭) হায়ার পারচেজ এগ্রিমেন্টের (Hire-purchase agreement) এন্ডোর্সমেন্ট।

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

১৮) হায়ার পারচেজ এগ্রিমেন্টের (Hire-purchase agreement) টার্মিনেশন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
করোনার জেরে ড্রাইভিং লাইসেন্স বিলির নিয়মে পরিবর্তন, নতুন কী পন্থা নিল কেন্দ্র ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল