এই গুপ্তধনের সন্ধান প্রথম পাওয়া যায়, মেঙ্গালুরু, চেন্নাই, মান্নার বেসিন, আন্দামান-নিকোবার দ্বীপপুঞ্জ ও লাক্ষাদ্বীপের সমুদ্রতলে ৷ তবে এই ঘটনা ২০১৪ সালের ৷ এরপর থেকেই নতুন করে শুরু হয় বিজ্ঞানীদের খোঁজ ৷ সেই খোঁজ শেষমেশ সফলতা পেল ৷ লাইম মাড, ক্যালকেরাস ও ফসফেট সমৃদ্ধ পদার্থ,হাইড্রোকার্বন,মেটালিফরাস ডিপোজিট ও মাইক্রো ডুলসের মতো খনিজ ৷
advertisement
এছাড়াও কারওয়ার, মেঙ্গালুরু ও চেন্নাইয়ের উপকূল থেকে ফসফেট,আন্দামান থেকে কোবাল্ট ও ম্যাঙ্গানিজ, লাক্ষাদ্বীপ থেকে মাইক্রো ম্যাঙ্গানিজ পাওয়া যাবে বলে জানাচ্ছেন তাঁরা। সমুদ্র সৌদিকমা, সুমদ্র রত্নাকর ও সমুদ্র কৌস্তুভ নামের তিনটি জাহাজকে সঙ্গে নিয়েই এই খোঁজ চালিয়ে ভারতীয় বিজ্ঞানীরা ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 17, 2017 7:41 PM IST