TRENDING:

ক্যানসারের চিকিৎসায় কেমোর থেকে ভাল ‘গোমূত্র’, দাবি বিশ্ববিদ্যালয়ের গবেষণায়

Last Updated:

গোমমূত্রই সব থেকে ভালো ওষুধ, ক্যানসার নিরাময়ে ! হ্যাঁ, এরকমটাই দাবি করলেন গুজরাত বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আমেদাবাদ: গোমমূত্রই সব থেকে ভালো ওষুধ, ক্যানসার নিরাময়ে ! হ্যাঁ, এরকমটাই দাবি করলেন গুজরাত বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ৷ তাঁদের মতে, ক্যানসারের চিকিৎসায় কেমোথেরাপির থেকে বেশ কার্যকরী গোমূত্র ৷
advertisement

ইংরেজি এক দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, জুনাগড় কৃষি বিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এরকমই তথ্য ৷ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, ক্যানসারের চিকিৎসা মানেই কেমোথেরাপি ৷ আর যার ফলে রোগিরা প্রবল যন্ত্রণা অনুভব করেন ৷ এমনকী, অনেক সময় দেখা যায় কেমোথেরাপির ফলে রোগি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন ৷ সেই কেমোকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শুধু রান্নার কাজে নয়, একাধিক রোগ নিরোধেও সাহায্য করে রসুন! ছোট্ট এই সবজির গুণাবলী জানেন?
আরও দেখুন

ক্যানসারের নিরাময় নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে বহুদিন ধরে নানারকম পরীক্ষা-নীরিক্ষা চালাচ্ছিলেন গবেষকরা ৷ যার মধ্যে ছিল ক্যানসারের ওষুধে গোমূত্রের ব্যবহারও ৷ গবেষকদের দাবি, ক্যানাসারে আক্রান্ত কোষগুলোকে ধ্বংস করতে দারুণ কাজ করে গো-মূত্র ৷ গো-মূত্রে এই কার্যকরী দিক দেখে হতবাক গবেষকরা ৷ আপাতত, এই বিজ্ঞানিরা ইঁদুরের ওপর এই ওষুধ প্রয়োগ করতে চলেছেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ক্যানসারের চিকিৎসায় কেমোর থেকে ভাল ‘গোমূত্র’, দাবি বিশ্ববিদ্যালয়ের গবেষণায়