TRENDING:

শিবের গাজন হয় হাওড়ার এই দরগায়

Last Updated:

পীরের দরগায় হয় শিবের গাজন ৷ কি চমকে গেলেন? চমক লাগলেও এটাই সত্যি ৷ আজানের সুরে মিশে যায় শিবস্তুতি ৷ থাকে না ধর্মের কোনও ভেদাভেদ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পীরের দরগায় হয় শিবের গাজন ৷ কি চমকে গেলেন? চমক লাগলেও এটাই সত্যি ৷ আজানের সুরে মিশে যায় শিবস্তুতি ৷ থাকে না ধর্মের কোনও ভেদাভেদ ৷ এমনই মিলনের ছবি ধরা পড়ে হাওড়া জেলার উলুবেড়িয়া থানার বানীবন গ্রামের পীর বিলাসের দরগায় ৷
advertisement

বানীবন গ্রামের পীরপল্লির মূল আকর্ষণই হল পীর আব্বাসউদ্দিন শাহের কবরস্থান ৷ আর এই কবরস্থানই সাধারণের কাছে জঙ্গল বিলাস পীরে কবর নামে পরিচিত ৷ দরগাটির গড়নও খানিক ভিন্ন ৷ বাংলার রীতির চারচালা মন্দিরের মতো এর গড়ন ৷ সাধারণত মসজিদের প্রবেশপথ পূর্ব দিকে হয় ৷ কিন্তু এই মসজিদের প্রবেশপথ দক্ষিণমুখী ৷ দরজাতেও দেখা যায় মন্দিরের ভাস্কর্য শৈলী ৷

advertisement

আরও পড়ুন: চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পুজোতে মাতেন সন্তানবতী হিন্দু নারীরা

মাসভর এই বাণীবন এলাকার কিছু মানুষ গাজন উৎসব পালন করেন ৷ আর চৈত্র সংক্রান্তির দিন বাণীবনের অন্তর্গত বৃন্দাবনপুর এবং তার পার্শ্ববর্তী জগৎপুর গ্রামের গাজন দুটি পীর জঙ্গন বিলাসের দরগায় এসে সমবেত হয় ৷ প্রথমে পীর জঙ্গল বিলাস সাহেবের মসজিদের চারপাশের স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে গিয়ে তার শ্রীবৃদ্ধি কামনা করে ব্যবসায়ীদের আশীর্বাদ দেওয়া হয় ৷ তারপর ঢাক ও কাঁসির বাদ্য সহযোগে বিলাসের মসজিদটি পরিক্রমা করা হয় ৷

advertisement

গাজন দুটির মূল সন্ন্যাসী সন্ন্যাস ধর্মবিহিত অনুষ্ঠানের মধ্য দিয়ে মসজিদে গিয়ে পীরের উদ্দেশে পুজো নিবেদন করেন ৷ এরপর গাজনের দলদুটির সমস্ত সন্ন্যাসী পীরের মাজারের পূর্বদিকে পশ্চিমমুখী হয়ে কয়েকটি সারিতে দাঁড়িয়ে পড়েন ৷ সামনে থাকেন দুই গাজনের মূল সন্ন্যাসী ৷ এরপর কৌলিক অধিকার সূত্রে বৃন্দাবনপুর গ্রামের ভুঁইয়া পরিবারের কোনও এক ব্যক্তি সারিবদ্ধ সন্ন্যাসীগণের সম্মুখে উত্তরমুখ বসে দীর্ঘ ছড়া পাঠ করেন ৷ এই ছড়া পাঠকে ‘দ্বারমুখ’ বলা হয় ৷ ছড়া পাঠের সঙ্গে মূল সন্ন্যাসীদ্বয়কে অনুসরণ করে সারিবদ্ধ সন্ন্যাসীগণ নানা রকম মুদ্রা সহকারে মাথাচালা, বেতনাড়া ও সন্ন্যাসধর্ম অনুসারে শিপ পুজোয় পালনীয় সমস্ত রীতি পালন করেন ৷

advertisement

আরও পড়ুন: আধুনিকতা আর অবক্ষয়ের সংস্কৃতি ভুলে আজও বাংলায় চলছে গাজন উৎসব

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

পীর জঙ্গল বিলাস বাণীবনের গ্রাম দেবতা ৷ মূলত তিনি বাঘের দেবতা বা পীর হিসাবে পরিচিত হলেও ভক্তজনের বিশ্বাস, তিনি সব বিপদের পরিত্রাতা ৷ সে কারণে আজও গরুর প্রথম দুধ কিংবা গাছের প্রথম ফল পীর জঙ্গলকে ভোগ নিবেদন করেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
শিবের গাজন হয় হাওড়ার এই দরগায়