TRENDING:

Rajeshwar Singh: রাজেশ্বরের নতুন ইনিংস, বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন প্রাক্তন ইডি কর্তা

Last Updated:

Rajeshwar Singh: রাজেশ্বর সিং গত বছরের শেষে স্বেচ্ছাঅবসর নিয়েছিলেন। সোমবার সন্ধ্যায় টুইটারে পোস্ট করা একটি চিঠিতে সিং জানিয়েছেন যে তার অনুরোধ ভারত সরকার গ্রহণ করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম(P Chidambaram) হোক বা বড় বড় রিয়েল এস্টেট কর্তাদের কাজ নিয়ে তদন্ত,  এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) প্রাক্তন যুগ্ম পরিচালক রাজেশ্বর সিং(Rajeshwar Singh)  ছিলেন রাঘব বোয়াল৷। কিন্তু গত বছরের শেষে স্বেচ্ছাঅবসর (VRS) নিলেন তিনি। সোমবার সন্ধ্যায় টুইটারে পোস্ট করা একটি চিঠিতে তিনি জানিয়েছেন  তাঁর অনুরোধ ভারত সরকার গ্রহণ করেছে। প্রশ্ন ঘুরছিল কেন? এই কেনর উত্তর উত্তরপ্রদেশ নির্বাচনে রয়েছে৷ সরোজিনী নগর থেকে তাঁকে প্রার্থী করতে পারে ভারতীয় জনতা পার্টি (BJP)।
Rajeshwar Singh has handled cases such as the 2G scam, Jagan Reddy case, Commonwealth Games scam, AgustaWestland case, Aircel Maxis case, among others. (Twitter)
Rajeshwar Singh has handled cases such as the 2G scam, Jagan Reddy case, Commonwealth Games scam, AgustaWestland case, Aircel Maxis case, among others. (Twitter)
advertisement

নিজের মেয়াদকালে রাজেশ্বর সিং (Rajeshwar Singh) 2G কেলেঙ্কারি, জগন রেড্ডি কেস, কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি, অগাস্টা ওয়েস্টল্যান্ড কেস, এয়ারসেল ম্যাক্সিস কেস(2G scam, Jagan Reddy case, Commonwealth Games scam, AgustaWestland case, Aircel Maxis case)  ইত্যাদির মতো তাবড় তাবড় মামলা দেখেছেন। ১৯৯৪-সালের প্রাদেশিক পুলিশ সার্ভিস অফিসার সিও হিসাবেও কাজ করেছেন। লক্ষ্ণৌর গোমতীনগরের দায়িত্ব সামলেছেন। প্রয়াগরাজেও গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁকে ইডিতে স্থান দেওয়া হয়েছিল। উত্তরপ্রদেশ পুলিশে প্রায় ১০ বছর এবং ইডিতে ১৪ বছর কাজ করার পরে, তিনি তার রাজনৈতিক ইনিংসের জন্য প্রস্তুত।

advertisement

আরও পড়ুন: টিকাকরণ নিয়ে কেন্দ্রের প্রশংসনীয় উদ্যোগ, তবে বিশেষজ্ঞরা বলছেন বুস্টার ডোজ কিনতে হতে পারে নিজেদের

বীরত্বের জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক পেয়েছেন তিনি। ED-তে থাকাকালীন, PMLA আইনের অধীনে ৪০০০ কোটি টাকারও বেশি মূল্যের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেন তিনি, যা ছিল যথেষ্ট প্রশংসনীয়। তাঁর সহকর্মীরা জানান, তিনি কখনওই মানুষ ও সাংবাদিকদের সঙ্গে দেখা করতে দ্বিধা করেননি। তাঁর অফিসে ঘন ঘন মানুষ যেতেন, তিনি দেখাও করতেন নির্দ্বিধায়।

advertisement

আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে স্কুল খুলছে রাজ্যে, অফলাইনের সঙ্গে চলবে অনলাইন ক্লাসও

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

যাঁরা তাঁকে ইডিতে তার প্রথম দিন থেকে চেনেন, তাঁরা বলেছেন  তিনি এমন একজন অফিসার ছিলেন, যিনি একবার দেখেই মানুষকে মনে রাখতেন। একাধিকবার, তিনি তার তদন্তের জন্য আদালতের প্রশংসা পেয়েছেন। তাঁর স্ত্রী লক্ষ্মীও একজন আইপিএস অফিসার৷  শ্যালক রাজীব কৃষ্ণ আগ্রা জোনের এডিজি। আরেক শ্যালক ওয়াইপি সিংও মহারাষ্ট্র ক্যাডারের একজন আইপিএস অফিসার ছিলেন। বাবা প্রয়াত রণ বাহাদুর সিং (Late Ran Bahadur Singh)  ভারতীয় পুলিশ সার্ভিসের একজন অফিসার ছিলেন। রাজেশ্বর নিজে ধানবাদের ইন্ডিয়ান স্কুল অফ মাইনস থেকে বিটেক ডিগ্রি নেওয়ার পর মানবাধিকার বিষয়ে এলএলবি এবং পিএইচডি করেছেন। তার ভাই, রামেশ্বর সিং, আয়কর কমিশনার এবং বোন, মীনাক্ষী, একজন আইআরএস অফিসার। সিংয়ের বড় বোন আভা সুপ্রিম কোর্টের আইনজীবী। এক কথায় তাঁর পুরো পরিবারেই চাঁদের হাট৷ একজন শ্রেষ্ঠ ইডির কর্তা হওয়ার পর তিনি (Rajeshwar Singh) রাজনৈতিক ইনিংসে কতটা সফল হতে পারেন, সেটাও দেখার৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rajeshwar Singh: রাজেশ্বরের নতুন ইনিংস, বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন প্রাক্তন ইডি কর্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল