উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত (Tirath Singh Rawat) এই ঘটনার জেরে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, 'আমরা কেন্দ্রের কাছে দু'টি হেিলকপ্টার চেয়েছি, যাতে সেটি দিয়ে উপর থেকে জল দিয়ে বনের আগুন নেভানো সম্ভব হয়।' এরই সঙ্গে তিনি জানিয়েছেন, রাজ্যের বনাঞ্চলে প্রায় ৪০টি আগুনের খবর পাওয়া গিয়েছে। নৈনিতাল, আলমোরা, তেহরি গারওয়াল, পাওরি গারওয়ালে আগুন লেগেছে। '১২০০০ বনকর্মী এবং ১৩০০ দমকল নিয়োগ করা হয়েছে।'
advertisement
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন দাবানলের খবর নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। ইতিমধ্যেই তাঁর নির্দেশে উত্তরাখণ্ডে এনটিআরএফ (NDRF)-কে নিয়োগ করার কথা বলা হয়েছে। যাবে হেলিকপ্টারও। অমিত শাহ এদিন ট্যুইট করেছেন এই বিষয়ে। তিনি লিখেছেন, 'উত্তরাখণ্ডের বনের দাবানল রুখতে এনডিআরএফকে নির্দেশ েদওয়া হয়েছে যাওয়ার এবং উত্তরাখণ্ড সরকাকে হেলিকপ্টার দিয়ে সাহায্য করতে বলা হয়েছে।'
রবিবারই করোনামুক্ত হয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। তড়িঘড়ি তিনি ভিডিও কনফারেন্সে উচ্চ পর্যায়ের বৈঠক করে দাবালন রোখার কাজ শুরু করেছেন।