TRENDING:

এভারেস্ট জয় সঙ্গীতা সিন্ধি বেহলের, ভারতের প্রবীণতম মহিলা হিসাবে শৃঙ্গ জয়

Last Updated:

বরফের চাদরে মোড়া এভারেস্ট। পর্বতপ্রেমীদের কাছে সবসময়ই আকর্ষণের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: বরফের চাদরে মোড়া এভারেস্ট। পর্বতপ্রেমীদের কাছে সবসময়ই আকর্ষণের। সেই টানেই পাহাড়ে পারি জমানো। ইচ্ছে আর আধ্যাবসায়ে ভর করে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করলেন জম্মু-কাশ্মিরের সঙ্গীতা সিন্ধি বেহল। ৫৩ বছর বয়সে এভারেস্টে পা দিয়ে নজির গড়লেন সঙ্গীতা।
advertisement

আরও পড়ুন 

ঝড় ও বৃষ্টিতেও রেহাই নেই, পারদ ছাড়াল ৪০ডিগ্রি

চারদিকে সাদা বরফ। মাঝে লাল পোশাকে দাঁড়িয়ে। কনকনে ঠাণ্ডার মাঝে সাফল্যের অভিব্যক্তি সঙ্গীতা সিন্ধি বেহলের।

বয়স তাঁর কাছে সংখ্যামাত্র। ৫৩ বছর বয়সে এভারেস্ট জয় করে সেটাই বোঝালেন কাশ্মিরী তনয়া। এভারেস্ট জয় করে নজির গড়েছেন তিনি। রুপোলি জগৎ থেকে পাহাড় জয়ের স্বপ্নের শুরু। ১৯৮৫ তে মিস ইন্ডিয়া প্রতিযোগিতার শেষ পাঁচের লড়াইয়ে ছিলেন তিনি। একাধিক সিনেমা ও বিজ্ঞাপণে মডেল হিসাবে কাজ করেছেন সঙ্গীতা। কিন্তু সেখানেই থেমে যাননি তিনি। স্বপ্ন বাস্তব করতে তিলে তিলে প্রশিক্ষণ। তারপর ছোট ছোট উচ্চতার পাহাড় অভিযান। সাফল্য ধরা দিল শনিবার।

advertisement

ইচ্ছে থাকলে উপায় হয়। ছোঁয়া যায় স্বপ্নের উড়ান। দেশের বর্ষীয়ান মহিলা হিসাবে এভারেস্ট জয় করে বোঝালেন সঙ্গীতা সিন্ধি বেহল। আজ তিনি দেশের গর্ব। নতুন প্রজন্মের কাছে প্ররণা।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
এভারেস্ট জয় সঙ্গীতা সিন্ধি বেহলের, ভারতের প্রবীণতম মহিলা হিসাবে শৃঙ্গ জয়