নিরুপম সেনের মৃত্যুতে শোকস্তব্ধ সিপিএম নেতৃত্ব৷ আজ তাঁর দেহ রাখা হবে পিস ওয়ার্ল্ডে৷ বুধবার নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিনে৷ বুধবারই বর্ধমানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷ ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যের শিল্পমন্ত্রী ছিলেন নিরুপম সেন৷
advertisement
কয়েক দিন নিরুপম সেনের শারীরিক অবস্থা এতটাই সঙ্কটজনক ছিল যে, তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল৷ গত বুধবার থেকে অবস্থার চরম অবনতি ঘটতে থাকে৷ ডাক্তার রঞ্জন চৌধুরির তত্ত্বাবধানে ছিলেন তিনি। ২০১৩ সাল থেকেই অসুস্থ সিপিএম-এর একসময়ের দাপুটে নেতা৷ কিডনির অসুখে ভুগছিলেন তিনি। দু’বছর ধরে ডায়ালিসিস চলেছে। চিকিৎসকরা জানান, মাল্টি অর্গ্যান ফেলিউরের দিকেই এগোচ্ছিল বিষয়টি।
বাম আমলে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টচার্যের 'কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যত্' স্লোগানে অন্যতম সতীর্থ ছিলেন তত্কালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন৷ সিঙ্গুরে টাটা ন্যানো কারখানা নিয়েও বিতর্কের শীর্ষে ছিলেন তিনি৷