TRENDING:

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেন

Last Updated:

কয়েক দিন নিরুপম সেনের শারীরিক অবস্থা এতটাই সঙ্কটজনক ছিল যে, তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল৷ গত বুধবার থেকে অবস্থার চরম অবনতি ঘটতে থাকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রয়াত রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন৷ বয়স হয়েছিল ৭২ বছর৷ সোমবার ভোর ৫টা ১০ মিনিটে সল্টলেকে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ দীর্ঘ দিন ধরে রোগভোগ করছিলেন বাম আমলের মন্ত্রী তথা সিপিএমএ-র প্রাক্তন পলিটব্যুরো সদস্য৷
advertisement

নিরুপম সেনের মৃত্যুতে শোকস্তব্ধ সিপিএম নেতৃত্ব৷ আজ তাঁর দেহ রাখা হবে পিস ওয়ার্ল্ডে৷ বুধবার নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিনে৷ বুধবারই বর্ধমানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷ ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যের শিল্পমন্ত্রী ছিলেন নিরুপম সেন৷

advertisement

কয়েক দিন নিরুপম সেনের শারীরিক অবস্থা এতটাই সঙ্কটজনক ছিল যে, তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল৷ গত বুধবার থেকে অবস্থার চরম অবনতি ঘটতে থাকে৷ ডাক্তার রঞ্জন চৌধুরির তত্ত্বাবধানে ছিলেন তিনি। ২০১৩ সাল থেকেই অসুস্থ সিপিএম-এর একসময়ের দাপুটে নেতা৷ কিডনির অসুখে ভুগছিলেন তিনি। দু’বছর ধরে ডায়ালিসিস চলেছে। চিকিৎসকরা জানান, মাল্টি অর্গ্যান ফেলিউরের দিকেই এগোচ্ছিল বিষয়টি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

বাম আমলে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টচার্যের 'কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যত্‍‌' স্লোগানে অন্যতম সতীর্থ ছিলেন তত্‍‌কালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন৷ সিঙ্গুরে টাটা ন্যানো কারখানা নিয়েও বিতর্কের শীর্ষে ছিলেন তিনি৷

বাংলা খবর/ খবর/দেশ/
প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেন