TRENDING:

Viral Video: পৌঁছে দিতে এসেছিলেন খাবার, ব্যাগে পুরলেন জুতো! নয়ডার ভিডিও ভাইরাল

Last Updated:

ভিডিওতে দেখা যাচ্ছে, ওই খাবার ডেলিভারি কর্মী একটি আবাসনে খাবার দিতে পৌঁছান। সেখান দিয়ে যাওয়ার সময়েই তিনি দেখতে পান একটি ফ্ল্যাটে সিঁড়ির পাশে জুতোর র‍্যাকে এক জোড়া জুতো রাখা সেই জুতো জোড়া ব্যাগে পুরেই সেখান থেকে চলে যান তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়ডা: খাবার ডেলিভারি সংস্থার এক কর্মীর কীর্তি দেখে রীতিমত অবাক নেটিজেনরা। নয়ডার একটি বাড়িতে খাবার দিতে গিয়ে যা কাণ্ড ঘটালেন ওই ব্যক্তি সেই ভিডিও দেখে অবাক সকলেই। খাবার দিতে এসে একজোড়া জুতোর লোভ সামলাতে পারেননি ওই খাবার ডেলিভারি কর্মী। লোভে পড়ে চুরি করে নেন সেই জুতো জোড়া। আর সেই দৃশ্যই সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। আর এই ফুটেজই এখন রীতিমত ভাইরাল।
এই ভিডিওই ভাইরাল হয়েছে। ছবি- এক্স
এই ভিডিওই ভাইরাল হয়েছে। ছবি- এক্স
advertisement

ভিডিওতে দেখা যাচ্ছে, ওই খাবার ডেলিভারি কর্মী একটি আবাসনে খাবার দিতে পৌঁছান। সেখান দিয়ে যাওয়ার সময়েই তিনি দেখতে পান একটি ফ্ল্যাটে সিঁড়ির পাশে জুতোর র‍্যাকে এক জোড়া জুতো রাখা সেই জুতো জোড়া ব্যাগে পুরেই সেখান থেকে চলে যান তিনি।

advertisement

কিন্তু, তাঁর এই গোটা ঘটনাই ধরে পড়ে যায় সিসিটিভি ক্যামেরায়। নয়ডার সেক্টর ৭৩-এর ঘটনা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

ভিডিও-এর শুরুতে দেখা যায়, খাবার ডেলিভারি সংস্থার ওই কর্মী হেলমেট পরে আবাসনে ঢুকছেন। এরপরেই তিনি জুতো জোড়া ব্যাগে ঢুকিয়ে চলে যান। এই ঘটনা সামনে আসতেই ভাইরাল ভিডিও নজরে এসেছে উত্তরপ্রদেশ পুলিশেরও। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে তাঁরা।

advertisement

আরও পড়ুন: ঘরের বিছানায় ফনা তুলে বসে রয়েছে ভয়ঙ্কর সাপ, খেয়াল না করলেই হতে পারত চরম বিপদ

এই ঘটনা সামনে আসে যখন ওই ফ্ল্যাটের বাসিন্দা নিজের জুতো জোড়া খুঁজে পাচ্ছিলেন না। এরপরেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে দেখতে পান খাবার সরবারহকারী সংস্থার কর্মী ওই কাণ্ড ঘটিয়েছেন। এই প্রসঙ্গে ওই ফ্ল্যাটের বাসিন্দা ওই সিসিটিভি ফুটেজের অংশ নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে লেখেন, “আমার জুতো জোড়া ফ্ল্যাটের বাইরে রাখা ছিল। তা সেখান থেকে চুরি যায়। ওই খাবার সরবরাহকারী সংস্থার কর্মীর নিশ্চয় কোনও প্রয়োজন ছিল।”

advertisement

আরও পড়ুন: দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতীশি, তাঁর স্বামীর পরিচয় জানলে অবাক হবেন!

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

১৯ সেকেন্ডের এই ভিডিও ইতিমধ্যেই রীতিমত ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে গোটা ইন্টারনেটে। তবে অনেকেই স্বীকার করে নিয়েছেন যারা খাবার পৌঁছে দেন তাঁদের অনেক অসুবিধা থাকে অনেকের ঠিক জুতোও থাকে না পরার মতন। তেমনই এক নেটাগরিক লিখেছেন, “আমি দেখেছি যারা খাবার পৌঁছে দেন অনেকেই গরিব পরিবার থেকে আসেন। তাঁদের পরার মতন ঠিক ঠাক জুতো ও থাকে না। আমাদের উচিত তাঁদের যথাসাধ্য সাহায্য করা।”

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: পৌঁছে দিতে এসেছিলেন খাবার, ব্যাগে পুরলেন জুতো! নয়ডার ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল