জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী একটি বই প্রকাশ অনুষ্ঠানে এসে জানালেন যে, করোনার জন্য তাঁর দাম্পত্য জীবন বেশ ধাক্কা খেয়েছে৷ বলা ভাল স্ত্রী মলি আবদুল্লার সঙ্গে সোহাগ করতে না-পারার জন্যই আক্ষেপ করছেন আবদুল্লা৷ তিনি বলছেন, "এক অদ্ভুত সময় এসে পড়েছি আমরা৷ করোনা মহামারির জন্য কারোর সঙ্গে হ্যান্ডশেক করতেও ভয় লাগে৷ এমনকী আমি আমার স্ত্রীকে চুমুও খেতে পারি না, জড়িয়ে ধরার তো কোনও প্রশ্নই নেই৷ যদিও মন চায়৷ খুব আন্তরিক ভাবে কথাগুলো বললাম৷" আবদুল্লার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ আবদুল্লা চাইছেন, টিকাকরণ কর্মসূচি সফল হোক, যাতে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়৷
advertisement
অন্যদিকে অনুচ্ছেদ ৩৭০ বিলোপের পর কাশ্মীর উপত্যকায় প্রথম কোনও নির্বাচনে বাজিমাত করেছিল আবদুল্লার নেতৃত্বাধীন কেন্দ্রবিরোধী গুপকার জোট। গতবছর ডিসেম্বরে প্রায় ১০০-র বেশি আসনে জয়ী হয়েছিলেন গুপকার জোটের প্রার্থীরা। অন্যদিকে, বিজেপিও ভাল ফল করেছিল জম্মু অঞ্চলে। সব মিলিয়ে একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছিল পদ্মশিবির। জম্মু, উধমপুর, কাঠুয়া এবং সাম্বা সেক্টরের হিন্দু অধ্যুষিত এলাকায় দুর্দান্ত ফল করেছিল বিজেপি। সবমিলিয়ে কাশ্মীর উপত্যকায় জোটের ফল বাড়তি অক্সিজেন দিয়েছিল মেহবুবা-আবদুল্লাদের।