ভিডিওতে দেখা যাচ্ছে, নীল রঙের হুড খোলা গাড়িতে রোড শো করছেন রাহুল গান্ধি। রাস্তায় জনসমুদ্র। থিকথিকে ভিড়। যেদিকেই চোখ যায়, শুধুই কালো মাথা। দাবি করা হচ্ছে, গুজরাতে রাহুল গান্ধির রোড শো-তে এই বিপুল ভিড় হয়েছে।
কিন্তু এই দাবি মিথ্যা। রাহুল গান্ধি রোড শো করেছেন ঠিকই। বিপুল ভিড়ও হয়েছে। ভিডিওটিতেও কোনও কারচুপি করা করা হয়নি। তবে জায়গাটা গুজরাত নয়। ভাইরাল ভিডিওটি শ্যুট করা হয়েছে কেরলের ওয়ানাডে।
advertisement
আরও পড়ুনLok Sabha Elections 2024: জঙ্গলমহলের কোন পাঁচ বুথে বিশেষ নজর প্রশাসনের?
‘গুজরাতে রাহুল গান্ধির রোড শ-র ভাইরাল ভিডিও’-র সত্যতা জানতে ভিডিওটিকে প্রথমে আলাদা আলাদা কিফ্রেমে ভাগ করা হয়। তারপর গুগল রিভার্স ইমেজ সার্চে ফেলতেই বেড়িয়ে আসে আসল সত্য। সেখান থেকেই জানা যাচ্ছে, ২০২৪-এর ৩ এপ্রিল কেরলের ওয়ানাডে রোড শো করেন রাহুল গান্ধি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে যুব কংগ্রেস। এখন সেটাকেই গুজরাতে রাহুল গান্ধির রোড শো বলে ভাইরাল করা হচ্ছে।
অনুসন্ধান করতে গিয়ে দেখা গিয়েছে, ওয়ানাডে রাহুল গান্ধির রোড শো-এর ভিডিও রাজস্থান, হরিয়ানা, তেলঙ্গানা এবং অন্যান্য রাজ্যের যুব কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পেজ থেকেও শেয়ার করা হয়। তাঁরাও ভিডিওটিকে কেরলের ওয়ানাডে রাহুল গান্ধির রোড শো বলেই উল্লেখ করেছেন।
ফলে এই সিদ্ধান্তে আসা যায় যে গুজরাতে রাহুল গান্ধির রোড শো বলে প্রচার করা ভিডিওটি ফেক। আসলে মিছিলটি হয়েছিল কেরলের ওয়ানাডে। একাধিক সুত্র থেকে এই সত্যই উঠে এসেছে।
প্রসঙ্গত বলে রাখা ভাল, ২০১৯ লোকসভা ভোটে গুজরাতের সবকটি আসনেই জিতেছিল বিজেপি। ২০২২ সালের বিধানসভা ভোটেও কংগ্রেস বিশেষ সুবিধা করতে পারেনি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। অন্য দিকে, ২০২৪ লোকসভা ভোটে কেরলের ওয়ানাড এবং উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে প্রার্থী হয়েছেন রাহুল।
● Attribution within the story against each fact-checked story quoted: As fact-checked by [Fact-check by newschecker], Original Story Link: https://newschecker.in/ta/fact-check-ta/rahul-road-show-gujarat-misleading/
● With inputs from News18 Bengali.com as part of the Shakti Collective.
